ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিয়ালে যেতে প্রস্তুত না হ্যাজার্ড!

প্রকাশিত: ০৬:৩৩, ২৯ এপ্রিল ২০১৫

রিয়ালে যেতে প্রস্তুত না হ্যাজার্ড!

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত খেলা উপহার দেয়ার স্বীকৃতি হিসেবে ইংল্যান্ডের পেশাদার ফুটবলার এ্যাসোসিয়েশনের (পিএফএ) বিচারে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চেলসির বেলজিয়ান মিডফিল্ডার ইডেন হ্যাজার্ড। এর আগে যেসব ফুটবলার পিএফএ স্বীকৃতি হাতে তুলেছেন তাঁদের সবাই স্পেনের নামীদামী ক্লাবে পাড়ি জমিয়েছেন বিশাল অঙ্কের প্রস্তাব পেয়ে। রিয়াল মাদ্রিদের সহকারী কোচ জিনেদিন জিদান কিছুদিন আগে হ্যাজার্ডের বিষয়ে বলেছিলেন, ‘আমরা তাঁর ওপর নজর রাখছি।’ অর্থাৎ রিয়ালের চিন্তাভাবনা রয়েছে ২৪ বছর বয়সী এ বেলজিয়ানকে দলে ভেড়ানোর। তবে হ্যাজার্ড নিজেই জানালেন অন্তত আগামী গ্রীষ্মকালীন ট্রান্সফারে তাঁর কোন ইচ্ছাই নেই পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণের। তিনি এখনই রিয়াল কিংবা স্পেনে যেতে প্রস্তুত না বলেও জানিয়েছেন। এবার চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে ১৮ বার বল জড়িয়েছেন হ্যাজার্ড। এর পাশাপাশি গোল করিয়েছেন আরও ১৪টি। চেলসির ইংলিশ লিগ কাপ জয়ে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। শুধু তাই নয় ২০১০ সালের পর প্রথমবারের মতো স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগ শিরোপা ফেরার খবর প্রায় নিশ্চিত হয়ে গেছে। যেখানেও এই হ্যাজার্ডের ভূমিকা দুর্দান্ত। সবমিলিয়ে হ্যাজার্ডের এমন উদ্ভাসিত নৈপুণ্যই তাঁকে পাইয়ে দিয়েছে বড় ধরনের স্বীকৃতি। ধারণা করা হচ্ছে আগামী ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রে অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন তিনি। সে কারণে এবার বেলজিয়ান এ মিডফিল্ডারের দিকে দৃষ্টি দিতে শুরু করেছে বিশ্বের নামীদামী ক্লাবগুলো। গতবার পিএফএ পুরস্কার জয়ী ওয়েলস ফুটবলার গ্যারেথ বেলকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেজন্য রেকর্ড ১০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে রিয়াল। এছাড়া উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে দলে ভিড়িয়েছে বার্সিলোনা ৮৮ মিলিয়ন ডলারে। এবার হ্যাজার্ডকে পেতে রিয়াল আগেভাগেই নজর দিয়েছে তাঁর দিকে। এ বিষয়টি নিশ্চিত হয়েছে কিছুদিন আগে রিয়ালের সহকারী কোচ, কিংবদন্তি ফরাসি ফুটবলার জিদানের কথায়। তিনি বলেছেন, ‘আমরা বিশেষভাবে নজর রাখছি।’ কিন্তু জিদানের এই বিশেষ নজরের পরও হ্যাজার্ড তেমন ইচ্ছুক না এই মুহূর্তে চেলসি ছাড়তে। বার্সিলোনা বা রিয়ালে তাঁর জন্য জায়গাটাই বা কোথায়? তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেলকে সরিয়ে জায়গা করে নিতে পারবেন? আবার নেইমার-লিওনেল মেসি কিংবা সুয়ারেজের পরিবর্তেও খেলার সুযোগ নেই। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের তালিকায় এখনও উঠতে পারেননি হ্যাজার্ড এবং সেরাদের কাতারে যোগ দেয়ার জন্যও পুরোপুরি প্রস্তুত হতে পারেননি। এ কারণে হ্যাজার্ডের নিজেরও ইচ্ছা বর্তমান দলে থেকেই আরও উন্নতি করার। তিনি ঘোষণা দিয়েছেন- ‘আমি সেরা হয়ে উঠতে চাই।’ কিছুদিন আগে চেলসি কোচ জোশে মরিনহো নিজেও হ্যাজার্ডের বাবার সঙ্গে কথা বলেছেন। জাতীয় যুব হকির শিরোপা বিকেএসপির স্পোর্টস রিপোর্টার ॥ ‘অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত সোমবারের ফাইনালে বিকেএসপি ৬-০ গোলে হারায় ঢাকা জেলাকে। বিকেএসপির পক্ষে আরশাদ হোসেন জোড়া গোল করেন। এছাড়া রাজু আহমেদ, মোহাম্মদ মহসিন, মাহবুব হোসেন এবং ফজলে হোসেন রাব্বি ১টি করে গোল করেন। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী খেলায় রাজশাহী জেলা ৩-১ গোলে দিনাজপুর জেলাকে হারায়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিকেএসপির আশরাফুল ইসলাম। তাকে একটি ক্রেস্ট ও ১০ হাজার টাকার আর্থিক পুরস্কার দেয়া হয়। সর্বোচ্চ গোলদাতা ঢাকা জেলার দ্বীন ইসলাম ইমন (২২ গোল) পান একটি ক্রেস্ট ও ১০ হাজার টাকার আর্থিক পুরস্কার।
×