ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠের খবরে লালমনিরহাটে ছয় ভাষাসৈনিককে সম্মাননা

প্রকাশিত: ০৪:৩২, ১ মার্চ ২০১৫

জনকণ্ঠের খবরে লালমনিরহাটে ছয় ভাষাসৈনিককে সম্মাননা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৮ ফেব্রুয়ারি ॥ শনিবার বিকাল ৫টায় লালমনিরহাটে ভাষা সৈনিকদের সম্মাননা প্রদান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নবনির্বাচিত কমিটির অভিষেক কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। দৈনিক জনকন্ঠে ২১ ফেব্রুয়ারি ভাষা সৈনিকদের নিয়ে রিপোর্ট প্রকাশ হয়। প্রকাশিত রিপোর্টের সূত্র ধরে ছয় ভাষা সৈনিককে সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাট জেলা শাখা সম্মাননা প্রদান করে। এরা হলেন, ভাষা সৈনিক কমরেড শামছুল হক, ভাষা সৈনিক আশরাফ আলী, ভাষা সৈনিক মনিরুজ্জামান (মরণোত্তর), ভাষা সৈনিক আবদুল কুদ্দুস (মরণোত্তর), ভাষা সৈনিক জাহানারা বেগম দুলু ( দুলু আপা) (মরণোত্তর), ভাষা সৈনিক জহির উদ্দিন (মরণোত্তার)। পরে নবনির্বাচিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ মতিয়ার রহমান, বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডঃ মোছাঃ ছপুরা বেগম রুমি ও কবি ফেরদৌসী রহমান বিউটি (সমাজ কর্মী)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি মোঃ মজিবর রহমান। মুন্সীগঞ্জে স্বেচ্ছায় রক্তদান স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ রামপাল কলেজে ৬২ জন স্বেচ্ছায় রক্তদান করেছে। মুন্সীগঞ্জ যুব রেডক্রিসেন্ট আয়োজিত শনিবার এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বঙ্গবন্ধুর সহচর আলহাজ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন যুব রেডক্রিসেন্টের পরিচালক ইমাম জাফর শিকদার। মতিউল ইসলাম হিরুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জাহাঙ্গীর হাসান, শাহজাহান গাজী, জামাল হোসেন, এ্যাডভোকেট আব্দুল মতিন, মোশারফ হোসেন পুস্তি, তানভীর হাসান প্রমুখ। এতে ১১২ দরিদ্র রোগী চোখের চিকিৎসা গ্রহণ করেছেন। হাসপাতালের ভিত্তি স্থাপন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৮ ফেব্রুয়ারি ॥ গাইবান্ধা জেলা শহরের কলেজ রোডে একটি ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার নতুন এ ডায়াবেটিক হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক এহছানে এলাহী। গাইবান্ধা ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ হাসপাতালটি প্রতিষ্ঠা করা হচ্ছে। ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শামছুল আলম, ডাঃ এমএ জলিল, আব্দুর রশিদ সরকার, সেকেন্দার আযম আনাম, আবু জাফর সাবু প্রমুখ।
×