ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফকির আলমগীরের ৬৫তম জন্মদিন আজ

প্রকাশিত: ০৫:৪৭, ২১ ফেব্রুয়ারি ২০১৫

ফকির আলমগীরের ৬৫তম জন্মদিন আজ

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের বরেণ্য গণসঙ্গীতশিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফকির আলমগীরের ৬৫তম জন্মদিন আজ। তিনি ১৯৫০ সালের আজকের দিনে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৬-এ গড়ে তোলেন লোকপ্রিয় ঋষিজ শিল্পী গোষ্ঠী। এই গোষ্ঠীর মাধ্যমে গণসঙ্গীতকে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। একজন সাংস্কৃতিক দূত হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, পশ্চিম জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সংস্কৃতিকে সফলতার সঙ্গে তুলে ধরেছেন। সঙ্গীতশিল্পী ফকির আলমগীর একজন সফল কলামিস্ট ও লেখক। তাঁর প্রকাশিত অডিও ক্যাসেট ৩০টি, লংপ্লে রেকর্ড ৪টি ও সিডি, ভিসিডি ১৫টি। সঙ্গীতে অবদানের একুশে পদক, শেরে বাংলা পদক, ভাসানী পদক, সিকুয়েন্স এওয়ার্ড অব অনার, তর্কবাগীশ স্বর্ণপদক ও জসীম উদ্দীন স্বর্ণপদক বাংলা একাডেমির সম্মানজনক ফেলোসহ দেশে-বিদেশে বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন।
×