ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ সংসদীয় দলের জরুরী বৈঠক রবিবার

প্রকাশিত: ০৭:৪৫, ২৯ জানুয়ারি ২০১৫

আওয়ামী লীগ সংসদীয় দলের জরুরী বৈঠক রবিবার

সংসদ রিপোর্টার ॥ আগামী রবিবার আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরী বৈঠক ডাকা হয়েছে। অধিবেশন শেষে ৩দিন সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক হবে। সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জানা গেছে, সংসদীয় দলের এই জরুরী বৈঠকে চলমান বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের নামে ধারাবাহিক সহিংসতা, নাশকতা ও পুড়িয়ে মানুষ হত্যা মোকাবেলায় আওয়ামী লীগের সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে প্রতিটি নির্বাচনী এলাকায় সংসদ সদস্যরা জনগণকে সঙ্গে নিয়ে সতর্ক প্রহরায় থেকে পরীক্ষার্থীদের নির্বিঘেœ আসা-যাওয়া নিশ্চিত করেন, সে নির্দেশও আসতে পারে। জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ আওয়ামী লীগের সকল সংসদ সদস্যকে জরুরী বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
×