ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদের পঞ্চম অধিবেশন শুরু কাল

প্রকাশিত: ০৫:৩০, ১৮ জানুয়ারি ২০১৫

সংসদের পঞ্চম অধিবেশন শুরু কাল

সংসদ রিপোর্টার ॥ বিএনপি-জামায়াতের ডাকা টানা অবরোধের মধ্যেই আগামীকাল সোমবার বসছে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন। বিকেল ৪টায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। শীতকালীন অধিবেশনের পাশাপাশি এটি হবে নতুন বছরের অর্থাৎ ২০১৫ সালের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন হিসেবে আগামীকাল রাষ্ট্রপতি ভাষণ দেবেন। ইতোমধ্যে মন্ত্রী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ চূড়ান্ত করা হয়েছে। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি তাঁর ভাষণে বর্তমান সরকারের অর্জিত সাফল্য তুলে ধরবেন ও ভবিষ্যত পরিকল্পনার দিকনির্দেশনা দেবেন। আর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। এ কারণে পুরো সংসদ ভবন এলাকায় নিñিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বৈধ পাসধারী ছাড়া অন্য কারোর সংসদ চত্বর এলাকায় প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
×