ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর্সেনালের প্রতিপক্ষ আজ সোয়ানসি সিটি

প্রকাশিত: ০৫:১১, ৯ নভেম্বর ২০১৪

আর্সেনালের প্রতিপক্ষ আজ সোয়ানসি সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গত সপ্তাহে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটের বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু শেষ ২৯ মিনিটে ঠিক তিন গোলই আর্সেনালের জালে জড়ায় প্রতিপক্ষরা। ফলে শেষ পর্যন্ত ৩-৩ ড্র হয় ম্যাচটি। আন্ডারলেখটের কাছে এই ড্রই ছিল জয়ের সমান। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব আর্সেনাল শিবিরে নেমে আসে রাজ্যের হতাশা। তবে লীগে আজ আবারও মাঠে নামছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। সোয়ানসি সিটির মাঠে খেলতে যাবে তারা। আর এই ম্যাচ দিয়েই জয়ে ফিরতে চায় গানার্সরা। সোয়ানসি সিটির বিপক্ষে মাঠে নামার আগেও গত মঙ্গলবারের ম্যাচে হারের দুঃস্মৃতি নেমে আঘাত করে আর্সেন ওয়েঙ্গারের হৃদয়কে। তবে সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচে যেন কোন ধরনের ভুল না হয় সে বিষয়েও বেশ সতর্ক ক্লাবটির ফরাসী কোচ। এ বিষয়ে আর্সেন ওয়েঙ্গার বলেন, ‘আমি ২০০০ ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছি। তাই এমন ফলাফলের পর আমাদের নিয়ে মানুষ কী বলাবলি করছে তা সম্পর্কে বেশ ভালই জানা আছে। আমরা ম্যাচে ৩-০ থেকে এগিয়ে থেকেও ৩-৩ ব্যবধানে ড্র করেছি। আমরা যদি রক্ষণাত্মক খেলে এমন ফলাফল উপহার দিতাম তখন মানুষজন বলাবলি করত কেন স্বাভাবিক খেলাটা খেললাম না। আর যদি আক্রমণাত্মক খেলতাম তখন প্রশ্ন উঠত কেনই বা আক্রমণাত্মক খেলতে গেলাম। প্রকৃতপক্ষে এমন প্রশ্ন উঠাটাই স্বাভাবিক বিষয়।’ তবে সেই ম্যাচের ভুলগুলো থেকে যে শিক্ষা নিয়ে মাঠে নামবেন আজ সেটা সুস্পষ্টভাবেই জানিয়ে দিলেন বিশ্বফুটবলেরই অন্যতম সেরা এই কোচ। এ বিষয়ে আর্সেন ওয়েঙ্গারের অভিমত হলো, ‘চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচের পর এবং সোয়ানসি সিটির বিপক্ষে মাঠে নামার আগে আমরা বেশ ইতিবাচক। সেই ম্যাচের ড্র নিয়ে মোটেও নেতিবাচক কোন ভাবনা আমাদের মাঝে নেই। আমরা যখন জিততে পারিনি তাই স্বাভাবিকভাবেই আমরা সন্তুষ্ট নই।’ নতুন মৌসুমের জানুয়ারিতে এফএ কাপের ফাইনালে শক্তিশালী টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে জয়ী ম্যাচে লিগামেন্ট ছিঁড়ে যায় খিও ওয়ালবটের। এর পর থেকেই মাঠের বাইরে এই ইংলিশ তারকা। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়। যে কারণে স্বপ্নের বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। তবে চোট কাটিয়ে এখন পুরোপুরি সুস্থ আছেন আর্সেনালের এই তরুণ প্রতিভাবান ফুটবলার। গত সপ্তাহে সান্ডারল্যান্ড এবং বার্নলির বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে খেলেছেন তিনি। এবার তাঁর সামনে প্রথম একাদশেই খেলার সুযোগ। আর তাঁর প্রতি আস্থা রাখছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের যে কাজ তাতে সবসময়ই বড় বড় চোট এসে আঘাত করে। তবে এখন থিও ওয়ালকট খেলার জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। সে এখন দলে আছে। আমাদের উচিত হবে এখন তাকে সময় ও সুযোগ দেয়া। তার যথেষ্ট সামর্থ রয়েছে খেলার। আমি যদি বলি তাহলেই সে খেলতে পারবে।’ ইংলিশ প্রিমিয়ার লীগে প্রথম ১০ ম্যাচের ৪টিতে জয় পেয়েছে আর্সেনাল। আর ৫ ম্যাচে ড্র ও বাকি একটিতে পরাজয়ের স্বাদ পেয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল। যে কারণে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে অবস্থান করছে গানার্সরা। সোয়ানসি সিটির অবস্থান ছয়ে। চার জয় তিন ড্র ও বাকি তিন ম্যাচে হারের স্বাদ পেয়েছে তারা। তবে আজ নিজেদের মাঠে দারুণ আত্মবিশ্বাসী সোয়ানসি সিটি। বিশেষ করে কোচ গ্যারি মোনক জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। তবে সোয়ানসি সিটির জন্য সুখবর হলো দলের সেরা তারকা উইলফ্রেইড বোনির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। এমনকি সেটা আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগেই।
×