ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সৈয়দপুরে আওয়ামী লীগ নেতাসহ সাতজন গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী

প্রকাশিত: ১৬:৫৯, ৫ আগস্ট ২০২৫; আপডেট: ১৭:৪৩, ৫ আগস্ট ২০২৫

সৈয়দপুরে আওয়ামী লীগ নেতাসহ সাতজন গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

সৈয়দপুরে ‘অপারেশন ডেভিলহান্ট’-এ মনোয়ার হোসেন (৫৩) নামে আওয়ামী লীগের এক ওয়ার্ড নেতাসহ বিভিন্ন মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সৈয়দপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন ডেভিলহান্ট’-এ শহরের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার নিজ বাড়ি থেকে মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে অনলাইনে জুয়া খেলার অভিযোগে মো. রুবেল (১৮) নামের একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রুবেল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই এলাকার আলাউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে অনলাইন জুয়া খেলার অভিযোগ থাকায় সৈয়দপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রহিমের নেতৃত্বে শহরের শুটকির মোড় থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকীর আদালতে তোলা হলে তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া একই রাতে নীলফামারী নারী ও শিশু আদালতের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রুমানা বেগম (২৮), সোহাগ আলী (৩২), কামাল (২২) ও আতিকুর রহমান (৪৫)–কে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের শ্বাসকান্দর এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

অন্যদিকে একই এলাকা থেকে হাফিজুর রহমান নামে আরেকজন পলাতক আসামিকেও গ্রেপ্তার করে সৈয়দপুর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন বলেন, “অপরাধী কেউ ছাড় পাবে না।”

 
 

মারিয়া

×