ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

কারো প্ররোচনায় নির্বাচন পিছাবেন না: সাবেক চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক

নিজস্ব সংবাদদাতা, সেনবাগ, নোয়াখালী

প্রকাশিত: ১৯:৪২, ৫ আগস্ট ২০২৫

কারো প্ররোচনায় নির্বাচন পিছাবেন না: সাবেক চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক

ছবি:সংগৃহীত

কারো প্ররোচনায় নির্বাচন না পিছিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার নোয়াখালীর সেনবাগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রশাসনের উদ্দেশে জনাব ফারুক বলেন, “যাদের কারণে বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেননি, হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছেন—তারা এখনও ঘুরে বেড়ায়, ষড়যন্ত্র করে বেড়ায়। অবিলম্বে তাদের আইনের আওতায় আনুন।”

দলের কমিটি প্রসঙ্গে তিনি বলেন, “বিগত সময়ে যারা দলের জন্য হামলা-মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন—তাদের দিয়েই কমিটি গঠন করতে হবে। সুসময়ে এসে যারা নেতা কিনে কমিটি করার চেষ্টা করছেন, তা মেনে নেওয়া হবে না। এখনো সময় আছে, আসুন ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে একসাথে দল গঠনে কাজ করি।”

নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সাবেক উপদেষ্টা মিয়া মোহাম্মদ ইলিয়াস, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন ভূঁইয়া, কেশারপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম চৌধুরী, ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন, কাদরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আবুল বাশার লিটন, অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাফর উল্যাহ খান, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ, বীজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীর, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বেলাল কমিশনার, সদস্য সচিব হাজী জাফর আহম্মদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দীন লিটন, উপজেলা জাসাসের সভাপতি সহিদুল্লাহ মিন্টু, সাধারণ সম্পাদক মনির চৌধুরী, আবদুল মান্নান বাবলু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোকাররম হোসেন, ছাতারপাইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল হোসেন মেম্বার, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মহিন উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর নবী রাজু, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন স্বপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলা উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল সেনবাগ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

মারিয়া

আরো পড়ুন  

×