ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ডিবি প্রধান হারুনকে কেন জ্বীন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২১:৩১, ২৯ জুলাই ২০২৫

ডিবি প্রধান হারুনকে কেন জ্বীন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে দেয়া জবানবন্দীতে দাবি করেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত এবং মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল রাজনৈতিক পর্যায় থেকেই এবং এ নির্দেশ এসেছিল সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে।

২০১৮ সালের নির্বাচনের অনিয়ম, গুম, খুন ও আন্দোলন দমন প্রসঙ্গে ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচ পৃষ্ঠার জবানবন্দী দেন মামুন। এতে উঠে আসে, আন্দোলনের সময় প্রতিদিন রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় উচ্চপর্যায়ের বৈঠক হতো, যেখানে উপস্থিত থাকতেন সচিব, ডিবি প্রধান হারুন, এসবি প্রধান মনিরুল, র‍্যাবের ডিজি, আনসারের ডিজি ও এনটিএমসির প্রতিনিধি জিয়াউল আহসানসহ অনেকে। এসব বৈঠকে গোপনে আন্দোলন দমন ও কৌশল নির্ধারণ করা হতো।

জবানবন্দীতে মামুন বলেন, একটি বৈঠকে ৬ আন্দোলন সমন্বয়কারীদের আটক ও মানসিকভাবে নির্যাতন করে আন্দোলন থেকে সরে দাঁড়াতে মিডিয়ায় বিবৃতি দিতে বাধ্য করার পরিকল্পনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী হারুনকে ‘জ্বীন’ নামে ডাকতেন, কারণ রাজনৈতিক সিদ্ধান্ত কার্যকর করতে তার ওপর আস্থা ছিল।

চাঞ্চল্যকরভাবে, মামুন জানান, হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরিকল্পনা এসেছিল র‍্যাবের তৎকালীন ডিজি হারুনুর রশিদের কাছ থেকে, যা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। এসব ব্যবস্থায় অতিউৎসাহী ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, গোয়েন্দা প্রধান হারুন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সরকার পতনের দিন, অর্থাৎ ৫ আগস্ট বিকেলে তিনি হেলিকপ্টারে পুলিশ হেডকোয়ার্টার থেকে তেজগাঁও বিমানবন্দর হয়ে সেনানিবাসে আশ্রয় নেন বলে জানান মামুন।

জবানবন্দীর শেষাংশে তিনি গুলি চালিয়ে হতাহতদের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চান। তবে নিজের সম্পৃক্ততা নিয়ে সরাসরি কোনো দায় স্বীকার করেননি। বর্তমানে মামুন আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার এই আবেদন মঞ্জুর করেছে সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে।

Jahan

আরো পড়ুন  

×