
ছবি: দৈনিক জনকন্ঠ।
পুরানো ঢাকার মেটাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হয়, লালবাগ সাগুন কমিটি সেন্টারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি বাসার গ্রুপের চেয়ারম্যান, হাজী আবুল বাশার বশির। উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নাসির হোসেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আব্দুল মোমেন, এজিএম শুরু হওয়ার পূর্বে এজিএম অনুষ্ঠানের সভাপতিত নাসির হোসেনকে করার প্রস্তাব উপস্থাপন করেন হাজী বাবু, উপস্থিত সদস্যরা প্রস্তাবটি সমর্থন করেন। অনুষ্ঠানে সমিতির সদস্য হাফেজ রহিম চৌধুরী পবিত্র কোরআন তেলাওয়াত করার মাধ্যমে সাধারণ সভা শুরু হয়, অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত সকলের রূহের মাগফেরাত কামনা করে, এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সাবেক সভাপতি খন্দকার হেলাল উদ্দিন, গোলাম মোস্তফা, সালাম চৌধুরী, বিশেষ অতিথি বাসার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাদিম আক্তার সহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, বাসার গ্রুপের চেয়ারম্যান, হাজী আবুল বাশার বশির বক্তব্যের শুরুতে, মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকলের জন্য সবার কাছে দোয়া চান। তিনি বলেন, আমাদের এই সমিতি ঐতিহ্যবাহী একটি সমিতি, দীর্ঘ সংগ্রাম করে আজকে এখানে যারা ব্যবসায়ী হিসেবে উপস্থিত হয়েছেন, এই সমিতির পিছনে তাদের সহযোগিতা অতীতে আমি পেয়েছি। আমার বিশ্বাস ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতেও আমরা এই সমিতি আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের মিডফোর্ড এলাকায় কিছুদিন পূর্বে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে সমিতির তেমন কোন ভূমিকা না দেখে আমি দুঃখ পেয়েছি।
তিনি সমিতির সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাচ্চাদের থেকে মোবাইল ফোন দূরে রাখবেন। তিনি বলেন, ভারতের হরিয়ানায় পঞ্চম শ্রেণী ক্লাসের ছাত্রদের সাধারণ পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, তাতে প্রশ্ন ছিল, ভবিষ্যতে তোমরা কে কি হতে চাও, সকলেই বিভিন্ন ধরনের অভিব্যক্তি প্রকাশ করলেও, একজন ছাত্র উত্তরে লিখেছিল, ভবিষ্যতে আমি মোবাইল হতে চাই, কারণ আমি যখন বাসা থেকে বের হই, এবং ইস্কুল করে বাসায় ফিরে যাই, সকল সময় বাসায় সবাইকে বিশেষ করে, আমার পিতা, মাতাকে মোবাইলে ব্যস্ত থাকতে দেখি, তারা আমাকে সময় দেন না, তাই ভবিষ্যতে আমি মোবাইল হয়ে ওদের হাতে হাতে থাকতে চাই, তাই এই মোবাইল আসক্তি থেকে পিতা-মাতাদের সতর্ক থাকতে অনুরোধ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে, হাজী আবুল বাশার বশির বলেন, সমিতি কে আরো ঐক্যবদ্ধ ও গতিশীল করতে হবে, সদস্য বাড়াতে হবে, এছাড়া তিনি এই সমিতিকে বৃহত্তর ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন এবং এ ব্যাপারে তার সহযোগিতা থাকবে বলে জানান।
মিরাজ খান