ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

কুয়াকাটায় উত্তাল ঢেউয়ে ভেসে যাচ্ছিলেন পর্যটক, উদ্ধার করলেন জেলেরা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:২৭, ২৫ জুলাই ২০২৫

কুয়াকাটায় উত্তাল ঢেউয়ে ভেসে যাচ্ছিলেন পর্যটক, উদ্ধার করলেন জেলেরা

ছবি: দৈনিক জনকণ্ঠ।

ভয়াল উত্তাল সাগরে গোসলে নেমে তানভির (২৩) নামের এক পর্যটক ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়ার প্রাক্কালে উদ্ধার করল স্থানীয় জেলেরা।

আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসের তোড় থেকে  কুয়াকাটা সৈকত লাগোয়া সাগর থেকে এই পর্যটককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তাকে কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

উদ্ধার হওয়া ওই পর্যটক ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। বাণিজ্যিক ক্যামেরাম্যান মেশকাত হোসেন জানান, অসংখ্য পর্যটক গোসলে মত্ত ছিলেন। এর মধ্য থেকে ভেসে যাচ্ছিলেন তানভির। তলিয়ে যাচ্ছিলেন। তাৎক্ষণিক জেলেদের সহায়তায় তাকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটার ইনচার্জ তাপস জানান, হাসপাতালে গিয়ে ওই পর্যটকের খোঁজ নিয়েছেন। তবে তাঁদেরও অবস্থান নেওয়া হোটেল শনাক্ত করা হচ্ছে। বর্তমান অবস্থান জানার চেষ্টা করছেন।

মিরাজ খান

×