ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৮:২২, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ১৮:২২, ২৫ জুলাই ২০২৫

জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা জমিয়তে উলামা বাংলাদেশ এবং সর্বস্তরের জনগণের ব্যানারে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুমার নামাজের পর শহরের জনতা ব্যাংক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে পরিণত হয়।

চকবাজার জামে মসজিদের খতিব ও সংগঠনের সভাপতি মুফতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মনসুর আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, জমিয়তে উলামা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমেদ, মুফতি মুস্তাফিজুর রহমান ও মাহবুবুল ইসলাম কামাল।

বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের এমন উদ্যোগ অবিলম্বে বাতিলের দাবি জানান। তারা জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, জাতিসংঘ মানবতার নামে বিশ্বজুড়ে নানা ধরনের ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে এবং কোনো বাস্তবসম্মত কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

তারা বলেন, ফিলিস্তিনিদের ওপর দিনের পর দিন হামলা হলেও জাতিসংঘ নীরব থেকেছে। ইরান এবং মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষেত্রেও তাদের ভূমিকা রহস্যজনক। এতে বছরের পর বছর ধরে রোহিঙ্গারা বাংলাদেশের ভূখণ্ডে থেকে যাচ্ছে, নিজ দেশে ফিরতে পারছে না।

বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী মুসলিম জনগণের ওপর নির্যাতন চালানো হলেও জাতিসংঘ নীরব ভূমিকা পালন করে আসছে। এটি এখন পশ্চিমা রাষ্ট্রগুলোর স্বার্থরক্ষায় ব্যবহৃত হচ্ছে। এমন সংগঠনকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের অনুমতি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা অভিযোগ করেন, জাতিসংঘ মতপ্রকাশের অধিকার প্রচার করলেও বাস্তবে সাধারণ মানুষ নিজ মত প্রকাশ করতে পারছে না। বক্তারা প্রশ্ন তোলেন, অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে জাতিসংঘের কার্যালয়ের অনুমোদন দিল – তা জনগণ জানতে চায়।

বক্তারা বলেন, ফিলিস্তিনে মানবিক সহায়তার নামে ইসরায়েলি বাহিনী যে নির্যাতন চালাচ্ছে এবং মানুষকে হত্যা করছে – সেখানে জাতিসংঘের কোনো কার্যকর ভূমিকা নেই। এমন মানবাধিকার কার্যক্রম বাংলাদেশে চায় না জনগণ। অবিলম্বে জাতিসংঘের অফিস স্থাপনের ঘোষণা প্রত্যাহার করতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশ শেষে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 
 

মারিয়া

×