
ছবি: জনকণ্ঠ
ঢাকার অদূরে সাভারের বলিয়ারপুরের ওপর দিয়ে ঢাকা ইষ্ট-ওয়েষ্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের টার্নিং পয়েন্ট তৈরির নামে জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর দাবি, এই জমি অধিগ্রহণ করা হলে বলিয়ারপুরের একটি অংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। ফলে শত বছরের ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হবে গ্রামটির অধিকাংশ পরিবার।
স্থানীয়দের অভিমত, সরকার চাইলে পাশের মধুমতি মডেল টাউন অথবা ওই এলাকার ফাঁকা জমির ওপর এই স্থাপনা তৈরি করতে পারে। এতে বসতবাড়ি উচ্ছেদের দরকার হয় না।
বৃহস্পতিবার বিকেলে বলিয়ারপুর বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কের একাংশে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
জানা গেছে, ঢাকা ইষ্ট-ওয়েষ্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের টার্নিং পয়েন্টের জন্য বলিয়ারপুর গ্রামে বসবাসরত সকল বাড়ি-ঘর অধিগ্রহণ করার জন্য সম্প্রতি ভূমি মালিকদের নোটিশ দেওয়া হয়। এতে ভেঙ্গে পড়েন এলাকার লোকজন।
স্থানীয়রা জানান, বাপ-দাদার বসতভিটা, মসজিদ, মন্দির, উপাসনালয়, শিক্ষা-প্রতিষ্ঠান, খেলার মাঠ ছেড়ে আমরা কোথাও যাবো না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে এই মাটি রক্ষা করবো। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা এখলাস উদ্দিন আহমেদ।
ব্যারিস্টার শাকিল আহমেদ ও জসীম উদ্দিনের সঞ্চালনায় ওই প্রতিবাদ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তৃতা করেন।
আবির