ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বাগেরহাটে অজগর ও আহত কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৭:৩৭, ২৫ জুলাই ২০২৫

বাগেরহাটে অজগর ও আহত কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত

ছবি: দৈনিক জনকণ্ঠ।

সুন্দরবনের চুনকুরি নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। প্রাথমিক চিকিৎসা শেষে কচ্ছপটিকে বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়েছে। 

শুক্রবার (২৫ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান। 

তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নিয়মিত টহলের সময় চুনকুরি নদীতে ভাসমান অবস্থায় এক পা বিচ্ছিন্ন গুরুতর আহত কচ্ছপ দেখতে পায় কোস্টগার্ডের সদস্যরা। আহত কচ্ছপটির অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে কোস্ট গার্ড সদস্যগণ তৎক্ষণাৎ কচ্ছপটিকে উদ্ধার করে কোস্ট গার্ড স্টেশন দোবেকীতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে আহত কচ্ছপটি দোবেকী বন বিভাগের নিকট হস্তান্তর করা হয় এবং বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে কচ্ছপটিকে দোবেকী বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়।কচ্ছপটি এখন সুস্থ্য রয়েছে বলে জানায় কোস্টগার্ড।

অপরদিকে, বিকেলে সুন্দরবনসংলগ্ন শরণখোলা থেকে একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। উপজেলার সাউথখালী ইউনিয়নের শরণখোলা গ্রামের ফিরোজ মিস্ত্রির বাড়ি খড়ের গাদার নিচ থেকে একটি অজগর উদ্ধার করে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা। পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়। অজগরটি ১২ ফুট লম্বা। ওজন প্রায় ১৫ কেজি বলে ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলেটেটর আলম হাওলাদার জানান।

মিরাজ খান

×