ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

১০০ টাকা ভিজিটে মিলছে এমবিবিএস ডাক্তার, সেবা পাচ্ছেন সাধারণ মানুষ

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৭:২৩, ২৫ জুলাই ২০২৫

১০০ টাকা ভিজিটে মিলছে এমবিবিএস ডাক্তার, সেবা পাচ্ছেন সাধারণ মানুষ

বরিশালের বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসে এখন মাত্র ১০০ টাকার ভিজিটেই মিলছে এমবিবিএস ডাক্তারদের পরামর্শ ও চিকিৎসা সেবা। স্বাস্থ্যসেবার ব্যয়বহুল পরিস্থিতিতে এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। এতে করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ সহজেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন।

অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন ও বিশেষায়িত চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে বরিশালের বাকেরগঞ্জে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে নিউ লাইফ মেডিকেল সার্ভিস। স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে নিউ লাইফ মেডিকেল সার্ভিস উপজেলায় আলোচনার সৃষ্টি করেছে। সাধারণ মানুষ চিকিৎসা সেবা নিতে প্রতিদিন এই প্রতিষ্ঠানে ভিড় জমাচ্ছেন।

আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে উন্নত ও নিশ্চিত সেবার লক্ষ্যে নিউ লাইফ মেডিকেল সার্ভিসে সকাল থেকে গভীর রাত পর্যন্ত থাকছেন এমবিবিএস ডাক্তার  মোহাম্মদ আ.কাইউম এর সমন্বয়ে জরুরি বিভাগ। এছাড়াও বহিঃবিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা নিয়মিত রোগী দেখন। স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এ মেডিকেল সার্ভিসটি বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড ভিআইপি কলোনি সংলগ্নে নির্মাণ করা হয়েছে। নামমাত্র খরচে রোগ নির্ণয়ের জন্য এখানে রয়েছে আধুনিক ডায়াগনস্টিক ব্যবস্থা।

ভরপাশা ইউনিয়নের বারেক হাওলাদার বলেন, দীর্ঘদিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলাম। অন্যান্য ক্লিনিকে ডাক্তার দেখাতে গেলে ৫০০ টাকা ভিজিট দিতে হয়। তাই অসুস্থ থাকলেও ডাক্তার দেখাতে পারিনি টাকার অভাবে। নিউ লাইভ মেডিকেল সার্ভিসে ১০০ টাকা ভিজিটে ডাক্তার রোগী দেখেন তাই এখানে এসে ডাক্তার দেখালাম। এখন মোটামুটি সুস্থ হয়েছি। আজ আবার এসেছি আমার ছেলে অসুস্থ তাকে  ডাক্তার দেখাতে। এই হাসপাতালটি এখন গরিবের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। 

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক নাসিম সরদার বলেন, ব্যবসা নয় সেবাকে প্রাধান্য দেওয়াটাই নিউ লাইফ মেডিকেল সার্ভিসের মূল লক্ষ্য। আমাদের এখানে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ডায়াগনস্টিক কমপ্লেক্স এবং নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার রয়েছে। এছাড়াও এখানে অক্সিজেন ব্যবস্থা, এক্স-রে, আল্ট্রাসাউন্ড, ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি), সর্বাধুনিক কম্পিউটারাইজ্ড ল্যাবরেটরি, অনলাইন রিপোর্টিং সিস্টেম, সার্বক্ষণিক অটো জেনারেটর সার্ভিস, উন্নত মানের ফায়ার সেফটি ব্যবস্থাসহ ফার্মেসী সুবিধা রয়েছে।

Jahan

×