ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সেনা কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁওয়ে এক যুবককে আটক করে  সেনা ক্যাম্পে দিয়েছে এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৯:০৭, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ১৯:০৭, ২৩ জুলাই ২০২৫

সেনা কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁওয়ে এক যুবককে আটক করে  সেনা ক্যাম্পে দিয়েছে এলাকাবাসী

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা কর্মকর্তা সেজে বিভিন্ন প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁওয়ে নয়ন নামে এক যুবককে আটক করে সেনা ক্যাম্পে দিয়েছে এলাকাবাসি। 
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯ টার দিকে তাকে আটক করে ঠাকুরগাঁও অস্থায়ী সেনা ক্যাম্পে নিয়ে আসেন এলাকাবাসী। নয়ন সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, নয়ন নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণা মুলক কাজে লিপ্ত ছিল। এ পরিচয় দিয়ে তিনি ইতিমধ্যে একাধিক বিয়ে করেছেন। এছাড়াও এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম জড়িত ছিলেন। নিজেকে এলাকায় সেনা কর্মকর্তা পরিচয়ের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন তিনি।
প্রতারক নয়নের কর্মকান্ডে অতিষ্ট হয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে এলাকার লোকজন তাকে আটক করে ঠাকুরগাঁও সেনাবাহিনীর অস্থীয় সেনা ক্যাম্পে নিয়ে আসেন। পরে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে নয়ন তার অপরাধ স্বীকার করলে রাত সাড়ে ১১টার দিকে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। 
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা পরিচয়দানকারী ও স্থানীয়দের কাছে আটক যুবক নয়নকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে উদঘাটিত হয় তিনি সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে একাধিক বিয়ে এবং মাদকসহ বিভিন্ন অপকর্ম জড়িত ছিলেন। পরে সেনাবাহিনী তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।

Jahan

×