ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

জুলাই সনদ দ্রুতই ঘোষণা করতে হবে: ছাত্র আন্দোলন নেতা শাহাজ

রাহুল ইসলাম রুবেল, গাইবান্ধা

প্রকাশিত: ১৮:০৮, ১৮ জুলাই ২০২৫; আপডেট: ১৮:১৩, ১৮ জুলাই ২০২৫

জুলাই সনদ দ্রুতই ঘোষণা করতে হবে: ছাত্র আন্দোলন নেতা শাহাজ

জুলাই সনদ দ্রুতই ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি মুহাম্মদ শাহাজ উদ্দীন রিয়াদ। তিনি আরো বলেন, জুলাই যোদ্ধাদের হামলাকারীদের বিচার, চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। ছাত্রনেতা রিয়াদ আরো বলেন, আগামীর নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে।

আজ ১৮ জুলাই (শুক্রবার) বাদ জুমা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে 'জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস' উপলক্ষে জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা, চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজদের বিচার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পুনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান, দ্রুত 'জুলাই সনদ' ঘোষণা এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিছিলটি গাইবান্ধা বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজারে এসে সমবেত হয়।

এতে আরো বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক বেলাল হোসেন, বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহফুজুর রহমান রাকিব প্রমুখ।

আফরোজা

আরো পড়ুন  

×