ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বেকারি ও ফার্মেসিতে ভোক্তা আধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

হীরা আহমেদ জাকির, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৬:৫৮, ১৬ জুলাই ২০২৫

বেকারি ও ফার্মেসিতে ভোক্তা আধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

ছবি: জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শাহবাজপুরে ভোক্তা অধিকারের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬জুলাই) জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি বেকারিতে অপরিষ্কার, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, কাপড়ের রং ব্যবহার, মোড়কের গায়ে মেয়াদ না দেয়ায় দশ হাজার টাকা, একটি ফার্মেসিকে মেয়াদউত্তীর্ণ ঔষধ ডিসপ্লেতে সংরক্ষণের অপরাধে দশ হাজার টাকজ,অপর একটি ফার্মেসিকে একই অপরাধে দুই হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 
  
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক জনাব এস এম শাহীন।

আবির

×