ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

একা একা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটানো মঙ্গল গ্রহেও সম্ভব না: শাহেদ আলম

প্রকাশিত: ১১:৩৭, ১২ জুলাই ২০২৫; আপডেট: ১১:৩৮, ১২ জুলাই ২০২৫

একা একা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটানো মঙ্গল গ্রহেও সম্ভব না: শাহেদ আলম

ছবি: সংগৃহীত

রাজনীতিতে শালীনতা ও পরিবর্তনের প্রত্যাশা থেকেই যদি ‘হাসিনা আমল’ প্রতিস্থাপনের ডাক দেওয়া হয়ে থাকে, তাহলে একই ধরনের অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে সেই সংস্কৃতির পুনরাবৃত্তি কতটা যৌক্তিক—এমন প্রশ্ন তুলেছেন বিশ্লেষক ও সাংবাদিক শাহেদ আলম।

আজ শনিবার (১২ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে উদ্দেশ করে লেখেন, “প্রিয় এনসিপি, 'চু-দি-না, পু-দি-না' তো হাসিনা আমলের স্লোগান! আমরা তো সেই সংস্কৃতি বদলাতে চেয়েছিলাম, সেই জায়গা থেকে নতুন রাজনৈতিক আচরণ চেয়েছিলাম। তাহলে এখন কেন্দ্রীয় নেত্রী নিজে যখন এমন স্লোগান তোলেন, বৈষম্য লীগকে দিয়ে স্লোগান তুলিয়ে নেন, তখন আমরা আসলে কী পরিবর্তন আনতে পারছি?”

শাহেদ আলম আরও লেখেন, “ধরে নিলাম, ছাত্রদল যদি দামাতের শফিক, নাহিদ, হাসনাতকে নিয়ে পাল্টা একই ভাষায় স্লোগান দেয়—তাহলে আমরা কি পরিবর্তন পাব আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে?”

তিনি ব্যঙ্গের সুরে লেখেন, “এমনিতেই ডায়াসফোরা নেত্রী সারাদিন এই ধরনের কথাই বলে যাচ্ছেন! আর হাসনাতের চোখ দেখে শামীম ওসমানের ‘খেলা হবে’র হুঙ্কার মনে পড়ে যায়। তাহলে আমরা হাসিনা সরিয়ে কি হাসিনার রাজনীতিকেই ফিরিয়ে আনছি?”

নিজের হতাশা প্রকাশ করে তিনি লেখেন, “একা একা তো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা মঙ্গল গ্রহেও সম্ভব না! একটু সহনশীল ও দায়িত্বশীল আচরণ কি আশা করতে পারি না?”

লেখার এক পর্যায়ে তিনি জানান, “এই কথাগুলো লিখতেও হাত কাঁপছে, কে জানে কখন আবার ডায়াসফোরা এসে ফোঁড়া দেয়!”

আবির

×