ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জিপিএ-৫ প্রাপ্ত বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশাকে প্রশাসনের শুভেচ্ছা

নিজস্ব সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ১৫:৫৯, ১১ জুলাই ২০২৫

জিপিএ-৫ প্রাপ্ত বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশাকে প্রশাসনের শুভেচ্ছা

ছবিঃ সংগৃহীত

ঘাটাইলে জিপিএ-৫ প্রাপ্ত বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঘাটাইল উপজেলা প্রশাসন। শুক্রবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় তার বাবা ও মা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুখে ভাষা প্রকাশে অক্ষম হলেও অধ্যবসায় আর মনের ভাষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে টাঙ্গাইলের ঘাটাইলের এক প্রতিবন্ধী শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী জাইমা জারনাস তানিশা।

তানিশা ঘাটাইলের সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে ঘাটাইল সদর ইউনিয়নের কমনাপাড়া গ্রামের বাসিন্দা এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন ও কমনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফুজুন নাহার বিউটির কন্যা।

তানিশার সাফল্যে খুশি শিক্ষক, সহপাঠী, এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব পাল বলেন, “তানিশা অত্যন্ত মেধাবী। বাক প্রতিবন্ধিতা তার অগ্রযাত্রায় বাধা হতে পারেনি। আমি বিশ্বাস করি, সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।”

তানিশার মা মাফুজুন নাহার বিউটি বলেন, “আমার মেয়ে জিপিএ-৫ পাবে তা কখনো কল্পনাও করিনি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। ছোটবেলা থেকেই সে খুব মেধাবী। কথা বলতে না পারলেও পরিবারের ইশারা বুঝতে পারে। সে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “তানিশা অত্যন্ত নম্র, ভদ্র এবং পরিশ্রমী ছাত্রী ছিল। তার ফলাফলে আমরা আনন্দিত ও গর্বিত।”

 

মারিয়া

×