ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

গাইবান্ধায় বৃক্ষরোপন করলেন সড়কের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমান 

রাহুল ইসলাম রুবেল, গাইবান্ধা

প্রকাশিত: ১৪:১২, ১১ জুলাই ২০২৫; আপডেট: ১৪:১৫, ১১ জুলাই ২০২৫

গাইবান্ধায় বৃক্ষরোপন করলেন সড়কের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমান 

ছবি: সংগৃহীত।

গেল সপ্তাহে রংপুর সওজ বিভাগে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসাবে যোগদান করেছেন প্রকৌশলী মোঃ আমান উল্লাহ।

যোগদানের পর আজ শুক্রবার সকালে (১১ জুলাই) প্রথমবারের মতো গাইবান্ধায় সফরে আসেন তিনি। গাইবান্ধা সওজ বিভাগের অধিনে বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করে গাইবান্ধা সওজ বিভাগের অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এর আগে সকালে গাইবান্ধার পলাশবাড়ী সওজ উপ বিভাগের অফিস পরিদর্শক করে ডাকবাংলোর বাগানে অর্জন বৃক্ষ রোপন করেন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমান উল্লাহ। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক প্রকৌশলী (সওজ) সুপ্তা চাকমা, গাইবান্ধা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন, উপ বিভাগীয় প্রকৌশলী আবু সাঈদ মোঃ আজমল হোসেন প্রমুখ।

সায়মা ইসলাম

×