ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক? বিভ্রান্তি নয়, জানুন প্রকৃত লক্ষণ

প্রকাশিত: ১০:৩৮, ১৫ জুলাই ২০২৫

বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক? বিভ্রান্তি নয়, জানুন প্রকৃত লক্ষণ

ছবি: সংগৃহীত

হঠাৎ বুকে ব্যথা অনুভব করলেই অনেকে ভেবে বসেন হার্ট অ্যাটাক হচ্ছে। যদিও হৃদ্‌রোগের অন্যতম লক্ষণ বুকে ব্যথা, তবে চিকিৎসকরা বলছেন—সব ধরনের বুকে ব্যথা হার্ট অ্যাটাকের সংকেত নয়। বিভ্রান্তি এড়াতে হৃদ্‌রোগের প্রকৃত লক্ষণ সম্পর্কে সচেতন হওয়াই শ্রেয়।

হার্ট অ্যাটাকের ব্যথা সাধারণত বুকের মাঝখানে হয় এবং তা চাপা ধরনের হয়। এই ব্যথা ঘাড়, বাঁ হাত, চোয়াল বা পিঠেও ছড়াতে পারে। সঙ্গে শ্বাসকষ্ট, ঘাম, বমি ভাব, মাথা ঘোরা দেখা দিতে পারে।

হৃদ্‌রোগের সাধারণ উপসর্গ:
বুকের মাঝখানে চাপ বা জ্বালাপোড়া
বাঁ হাতে বা চোয়ালে ব্যথা ছড়িয়ে পড়া
হঠাৎ ঘাম, মাথা ঘোরা ও ক্লান্তি
শ্বাস নিতে কষ্ট হওয়া
বুকের ব্যথা ৫ মিনিটের বেশি স্থায়ী হওয়া

যেসব ক্ষেত্রে বুকে ব্যথা হার্ট অ্যাটাক নাও হতে পারে:
বুকের পেশিতে টান লাগা বা হাঁপানির কারণে ব্যথা
অ্যাসিডিটি বা গ্যাসের কারণে হালকা জ্বালাপোড়া
দুশ্চিন্তা বা প্যানিক অ্যাটাকজনিত অস্থিরতা
বুকের হাড় বা পাঁজরের চোট

যে কোনো ধরণের অস্বাভাবিক বুকে ব্যথাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। চিকিৎসকের পরামর্শ নেওয়াই সর্বোত্তম। বিশেষ করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা ধূমপানের অভ্যাস থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি আরও বাড়ে।

কী করবেন এমন ব্যথা অনুভব করলে:
সঙ্গে সঙ্গে বিশ্রামে যান
গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন
ব্যথা না কমলে ১৫–২০ মিনিটের মধ্যে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন
আগে থেকে হৃদ্‌রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন

বুকে ব্যথা মানেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, আবার অবহেলাও নয়। প্রকৃত লক্ষণগুলো জেনে সচেতন থাকলে সময়মতো পদক্ষেপ নিয়ে জীবন বাঁচানো সম্ভব।

ফারুক

×