ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

রামচন্দ্রপুর স্বাস্থ্য কেন্দ্রে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা

শামসুর রহমান হৃদয়, কন্ট্রিবিউটিং রিপোর্টার, গাইবান্ধা

প্রকাশিত: ২০:০২, ৯ জুলাই ২০২৫

রামচন্দ্রপুর স্বাস্থ্য কেন্দ্রে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রে একদিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রামচন্দ্রপুর ইউনিয়ন শাখা। বুধবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা অভিযানে স্বাস্থ্য কেন্দ্রের আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। ময়লা-আবর্জনা অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার ও জমে থাকা নোংরা পরিবেশ পরিছন্ন করার মাধ্যমে পুরো এলাকাকে স্বাস্থ্যসম্মত রূপে গড়ে তোলার উদ্যোগ নেন কর্মীরা।

রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল বাকী সরকার বলেন, “স্বাস্থ্য কেন্দ্র মানুষের মৌলিক সেবা পাওয়ার একটি প্রধান স্থান। এর পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের সামাজিক দায়িত্ব।” তিনি জানান, জামায়াত ভবিষ্যতেও এমন সামাজিক সেবামূলক কর্মসূচি অব্যাহত রাখবে এবং সাধারণ মানুষের পাশে থাকবে।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক মিলন বলেন, “রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। পরিত্যক্ত ভবনের আঙিনায় গজিয়ে ওঠা ঝোপঝাড় মশা ও পোকামাকড়ের অভয়াশ্রমে পরিণত হয়েছে। তাই আমাদের উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।”

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে পল্লী স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত মেডিকেল অফিসার ডা. আবু সাইদ বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ শুধু রোগ প্রতিরোধে নয়, রোগীদের মানসিক স্বস্তির জন্যও অপরিহার্য। এলাকার বাসিন্দাদেরও স্বাস্থ্য কেন্দ্রের পরিবেশ রক্ষায় আরও সচেতন হওয়া প্রয়োজন।”

উল্লেখ্য, সম্প্রতি জামায়াতে ইসলামী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের উপস্থিতি ও দায়িত্ববোধ তুলে ধরছে। রামচন্দ্রপুরের এ পরিচ্ছন্নতা কর্মসূচি সেই ধারাবাহিক উদ্যোগের একটি অংশ, যা স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।

রাজু

×