ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

হাটহাজারীতে ‘মরা ছড়া’ দখলের পাঁয়তারা, শঙ্কায় স্থানীয়রা

ইউনুস মিয়া, ফটিকছড়ি, চট্টগ্রাম

প্রকাশিত: ২৩:০৪, ৭ জুলাই ২০২৫

হাটহাজারীতে ‘মরা ছড়া’ দখলের পাঁয়তারা, শঙ্কায় স্থানীয়রা

ছবি: জনকণ্ঠ

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারসংলগ্ন ‘মরা ছড়া’র একটি অংশ দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৭ জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রভাবশালী একটি ভূমিদস্যু চক্র প্রশাসনকে ম্যানেজ করে ছড়াটির পাড়ঘেঁষা একটি মুরগির দোকানের (পোল্ট্রি ফার্ম) পেছনে ছড়ার অংশ দখলে নিতে অভিনব কায়দায় ইটের খোয়া ফেলছে। গত ২–৩ মাস ধরে ছড়ার এই অংশ দখলের কাজ চলার বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেননি।

অথচ এই ছড়াটি দিয়ে সরকারহাট বাজারের পশ্চিমের বিভিন্ন উঁচু এলাকার পানি পূর্বদিকে প্রবাহিত হয়। এভাবে ইটের খোয়া ফেলায় ছড়ার পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, ফলে চলমান বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তৈরি হয়ে বাজার এলাকার রাস্তাঘাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল। তারা ছড়ার দখল কার্যক্রম অবিলম্বে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পানি চলাচলের পথ সুগম করার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মির্জাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাগির হোসেন সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এ প্রতিবেদককে জানান, ছড়াটির অংশে ইটের খোয়া ফেলা হয়েছে বিষয়টি সত্যি। তবে কে বা কারা এটি করছে, তা আমার জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বিকেল ৩টা ৪৫ মিনিটে এ প্রতিবেদককে জানান, “আমি দুইবার ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু লেবার সংকটের কারণে ছড়ায় ফেলা ইটের খোয়া অপসারণ করা সম্ভব হয়নি। তবে দ্রুত ছড়াটি দখলমুক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শহীদ

আরো পড়ুন  

×