
ইলিশ যেন সোনার হরিণ
দক্ষিণের বৃহৎ ইলিশের মোকাম পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর-আলীপুর মৎস্যবন্দরে ছিটেফোঁটা ইলিশের দেখা মিললেও তা বিক্রি হচ্ছে সোনার দামে। ইলিশ পরিণত হয়েছে সোনার হরিণে। ইলিশ নাগালের বাইরে চলে গেছে নিম্ন ও মধ্যবিত্তদের। এখন ইলিশ কিনতে পারা মানুষগুলোও খ্যাতিমান ও ভাগ্যবান হয়ে উঠছেন। ইলিশ কেনা মানুষও গণমাধ্যমের খবরের প্রাসঙ্গিক বিষয়ে পরিণত হয়েছেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার শেষ বিকেলে কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের আশাখালী বাজারে বন্ধন ফিশে একটি ইলিশ বিক্রি হয় সাত হাজার ৭০০ টাকায়। তিন হাজার ৫০০ টাকা কেজিদরে ইলিশটি বিক্রি করেন জেলে জামাল মাতুব্বর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গঙ্গামতি সংলগ্ন বঙ্গোপসাগরে হাইরেরচর এলাকায় জাল পেতে মাছটি ধরেন জামাল মাতুব্বর।
তিনদিন আগে বাঁশখালীর এফবি সনিয়া আক্তার বোটের জেলেরা এক কেজি ও তারও ছোট সাইজ মিলে ২০ মণ ইলিশ পেয়েছেন। ট্রলার মাঝি কালু মিয়া জানান, সেই ইলিশ ২২ লাখ টাকায় বিক্রি করেছেন। ২৭-২৮শ’ টাকা কেজিদরে বিক্রি করেছেন।
জীবনের চরম ঝুঁকি নিয়ে এসব জেলে ভয়াল উত্তাল সাগরে মাছ শিকার করছেন বলে জানান। যদিও শতকরা ৯৮ ভাগ ট্রলারের জেলে মালিক গড়ে ৭-৮ লাখ টাকা লোকসানে রয়েছেন, তারপরও কমবেশি ইলিশ কেউ শিকার করতে পারলে প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি করতে পারছেন।
মহিপুর আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা জানান, তিনদিন আগে একটা বড় ট্রলারের জেলেরা মাত্র ১৮ মণ মাঝারি সাইজের ইলিশ ১৮ লাখ টাকায় বিক্রি করেছেন। তাদের কাছেও এই দাম অপ্রত্যাশিত মনে হচ্ছে এবং অস্বাভাবিক বলে মন্তব্য করেন।
যেহেতু খোলা ডাকে বিক্রি হয় তাই এই দামে সাধারণ খুচরা ক্রেতারা পারছেন না ইলিশ কিনতে। বাইরের পাইকাররা কিনে নিচ্ছেন। স্থানীয় বাজারে জাটকা কিংবা তার চেয়ে একটু বড় সাইজের দুই-চারটা ইলিশ কখনো মিললেও তা বিক্রি হচ্ছে এক-দেড় থেকে দুই-তিন হাজার টাকা কেজিদরে।
কলাপাড়া পৌরসভা মাছ বাজারের খুচরা বিক্রেতা বাহাদুর জানান, এ বছর মৌসুমের শুরু“ থেকে এখন পর্যন্ত ইলিশ বেচাকেনা করতে পারেননি। আর কেউ খুচরা পর্যায়ে ইলিশ কিনেছেন এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে জেলেসহ সকলের মতামত দুর্যোগের কারণে সাগর ভয়াবহ উত্তাল থাকায় সাগরে ইলিশ শিকার বন্ধ থাকায় বাজারে ইলিশের আমদানি নেই।
তারপরও বড় সাইজের ট্রলার নিয়ে কিছু জেলে প্রাণের ঝুঁকি নিয়ে উত্তাল সাগরে মাছ শিকারে যাচ্ছেন। কিছু ইলিশ ধরাও পড়ছে। তবে পরিমাণে খুব কম। কিন্তু ঢাকাসহ বিভিন্ন মোকামে ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। তাই ইলিশের দাম আকাশছোঁয়া। বলতে গেলে বিক্রি হচ্ছে সোনার দামে। তাও স্থানীয় বাজারে মিলছে না। নেই সাধারণ ক্রেতার নাগালের মধ্যে।
প্যানেল হু