ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

রোপণ থেকে কর্তনে যন্ত্রই ভরসা

কৃষিতে প্রযুক্তির ছোঁয়া

মামুন-অর-রশিদ, রাজশাহী

প্রকাশিত: ২২:২০, ৭ জুলাই ২০২৫

কৃষিতে প্রযুক্তির ছোঁয়া

নিয়মিত বৃষ্টিতে উপযুক্ত পরিবেশ বিরাজ করায় রোপা আমন ধান চাষাবাদে কৃষকের মুখে হাসি

কৃষিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে অনেক আগেই। এখন সেই প্রযুক্তির ব্যবহারও পুরো রপ্ত করে ফেলেছেন কৃষকরা। বিশেষ করে শষ্যভা-ার হিসেবে পরিচিত রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষকদের এখন ভরসা হয়ে উঠেছে আধুুনিক কৃষি যন্ত্রপাতি। ধান রোপণ, কর্তন এমনকি বীজতলা তৈরিতেও কৃষকরা ব্যবহার করছেন আধুনিক যন্ত্রপাতি। এতে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রাজশাহীর পবাসহ জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে দেখা যায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’ (ধান রোপণ যন্ত্র) দিয়ে আমন চারা রোপণের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। সেই লক্ষ্যে প্রচলিত পদ্ধতিতে বীজতলা তৈরি না করে আধুনিক যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণের লক্ষ্যে প্লাস্টিকের ট্রেতে বীজ বপন করে বীজতলা তৈরি করছেন তারা। কৃষকরা বলছেন, এখন যন্ত্রপাতিই তাদের কাছে কৃষিকাজে ভরসা হয়ে উঠেছে। 
অথচ এক সময় চাষাবাদে হালের বলদ, লাঙল-জোয়াল, মই ছিল কৃষকের ভরসা, প্রধান কৃষি উপকরণ। তখন হাড়ভাঙা কায়িক শ্রমে মাঠে ফলতো সোনালী ফসল। আর সেই ধারণা পাল্টে এখন আধুনিক প্রযুক্তি ও যুতসই আধুনিক যন্ত্রপাতি হয়ে উঠেছে কৃষকের হাতিয়ার। এখন এসব যন্ত্রের সাহায্যে জমি চাষ, বীজ বপন, চারা রোপণ, কাটা, মাড়াইসহ কৃষিতে হয়েছে ব্যাপক পরিবর্তন। যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কমেছে শ্রম ও খরচ। অপরদিকে বৃদ্ধি পেয়েছে উৎপাদন। 
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, কৃষকরা উদ্বুদ্ধ হয়ে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির সাহায্যে চাষাবাদ করছেন স্বাচ্ছন্দ্যে। জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের আলিমগঞ্জ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, কৃষি অফিসের সহযোগিতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন গ্রামে উঠান বৈঠক ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে।
পাশাপাশি জমিতে রাসায়নিক ও বালাইনাশক ছাড়া জৈবসার ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও বিষমুক্ত ফসল যেমন- ধান, গম, আলু, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, মরিচ, করলা, বেগুন, পটল ও পতিত জমিতে পুষ্টিবাগান তৈরি করছেন। বস্তায় আদা কিংবা ছাদের টবে জিরা ও উঠানে শাকসবজিসহ বিভিন্ন ফসল চাষ ও উৎপাদন করছেন। 
এতে কৃষক একদিকে দক্ষ হচ্ছেন, তেমনি উন্নত সেচ ব্যবস্থা এবং যান্ত্রিকীকরণের সাহায্যে চাষাবাদে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। ফলে কৃষির অবদানে খুলছে সম্ভাবনার দুয়ার। তাই এখন উদ্যেক্তারা ঝুঁকছে কৃষিতে। শিক্ষিত যুবকরাও বেছে নিচ্ছেন কৃষিক্ষেত্র।
উপজেলার হরিপুর ইউনিয়নের আলিমগঞ্জ ব্লকের আলিমগঞ্জ গ্রামের কৃষক হাসান আলী জানান, কৃষি কর্মকর্তাদের পরামর্শে এবার আধুনিক প্রযুক্তিতে রাইস ট্রান্সপ্লান্টারে সাতবিঘা জমিতে ধানের চারা রোপণ করবেন। এই যন্ত্রপাতি ব্যবহার করে ধান লাগালে আগে ট্রেতে বীজতলা তৈরি করে চারা করতে হয়। সে জন্য ব্রি-ধান-৯৩ ও ১০৩ বীজ বপন করেছেন। 
তিনি বলেন, ট্রেতে ধানের চারা হতে সময় কম লাগে। কম সময়ে রোপণ করা যায়। চারা উৎপাদনে জমির অপচয় কম হয়, সঠিক পদ্ধতিতে বীজ ছিটানো যায়, চারা উঠানো সহজ হয়, রোপণে গভীরতা সঠিক ও সারিতে চারা রোপণ হয়। 
এ ছাড়া যন্ত্রের সাহায্যে লাইন করে চারা রোপণ করলে আগাছা নিড়ানো ভালো হয়, আলো-বাতাস সঠিক পায়, শিষ বড় হয়, চিটার সংখ্যা কম হয়, সার ও কীটনাশক ছিটানো সহজ হয়, ফসল ব্যবস্থাপনায় সুবিধা হয়। ফলে ফলন ভালো হয়। এ ছাড়াও ধান কাটা সহজ হয়। এতে শ্রমিক খরচ কমে যায়। অর্থ সাশ্রয় হওয়ায় লাভবান হন কৃষক।
একই ব্লকের কৃষকরা জানান, তারা সবাই পাঁচ বিঘা করে জমিতে ব্রি-ধান-৯৩ ও ১০৩ ধান রোপণ করবেন সে জন্য ট্রেতে বীজতলা তৈরি করেছেন। ট্রেতে ঝরঝরে মাটি ভরে ধান বীজ ছিটিয়ে তার ওপর হাল্কা পরিমাণ মাটি দিয়ে ঢেকে পানি স্প্রে করে বীজতলা তৈরি করছেন। একবিঘা জমির জন্য ৩০ থেকে ৩৫টি ট্রেতে বীজ বপন করতে হয়। চারার বয়স ১৫ থেকে ২০ দিন হলেই মেশিনের সাহায্যে জমিতে লাগানো হবে। যন্ত্রের সাহায্যে একবিঘা জমিতে ধান রোপণ করতে খরচ হয় ৬০০ টাকা। অথচ শ্রমিক দিয়ে চারা রোপণ করলে খরচ হবে এক হাজার ৫০০ টাকা।
রাজশাহীর পবাইর  আলিমগঞ্জ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, প্লাস্টিকের ট্রেতে বীজতলা করায় ধানের চারা উত্তোলন, রোপণ সবই একযোগে করা যায়। পবা উপজেলার কৃষি কর্মকর্তা এমএ মান্নান জানান, কৃষিতে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। আধুনিক প্রযুক্তি তথা কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমেছে। ফলে একদিকে যেমন অর্থ সাশ্রয় হচ্ছে, অপরদিকে সময় কম লাগে ফলন বৃদ্ধি পায়। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি অবদান রাখছে।

প্যানেল হু

×