
প্রতীকী ছবি।
সাতক্ষীরার গ্রামে মুরগি ও মাছের সমন্বিত খামারের কর্মচারীকে বেঁধে রেখে অন্তঃস্বত্বা গৃহবধুকে গণধর্ষণের মামলায় দেলোয়ার হোসেন নামের এক আসামীকে র্যাব এর সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন সাতক্ষীরা সদরের পায়রাডাঙা গ্রামের রুহুল আমিনের ছেলে।
মামলার তদন্তকারি কর্মকর্তা জানান, গত ১৭ মে দিবাগত রাত দুটোর দিকে সাতক্ষীরা সদরের পায়রাডাঙা গ্রামের রবিউল ইসলামের মুরগি ও মাছের সমন্বিত খামারের পুরুষ কর্মচারিকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ রেঁধে তার ৫ মাসের অন্তঃস্বত্বা স্ত্রীকে গণধর্ষণ, নগদ টাকা ও সোনার গহনা লুটপাট করে।
ঐ ঘটনায় ওই নারী বাদি হয়ে ১৮ মে তিনজনের নাম উল্লেখ করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন নির্যাতন আইন ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারাসহ পেনাল কোর্ডের ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলায় দুইজন আসামীকে ইতিপূর্বে গ্রেপ্তার করে তাদের ডিএনএ টেষ্টের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর গত পহেলা জুন পাঠানো হয়। সোমবার দুপুরের পরে শ্বশুরবাড়ি বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে মামলার অপর আসামী দেলোয়ার হোসেনকে র্যাব এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
সায়মা ইসলাম