ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

চাতরী-চৌমুহনী বাজারে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

মো. জামশেদুল আলম, আনোয়ারা, চট্টগ্রাম।

প্রকাশিত: ২০:৪৩, ৭ জুলাই ২০২৫

চাতরী-চৌমুহনী বাজারে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা চাতরী চৌমুহনী বাজারে এখন ময়লার স্তুপ জমে উঠেছে। সড়কের দু’পাশ জুড়ে ছড়িয়ে আছে আবর্জনার স্তূপ, যার থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে চলাফেরায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

প্রতিদিন সন্ধ্যার পর বাজারের দোকানদার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা বিক্রয় শেষে কাঁচামালের উচ্ছিষ্ট ফেলে যান রাস্তার ধারে। নির্দিষ্ট কোনো বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দিন দিন বাড়ছে ময়লার পরিমাণ।

স্থানীয় বাসিন্দা মো. কাদের বলেন, ‘ময়লা-আবর্জনার কারণে হাঁটাচলাও কষ্টকর হয়ে পড়েছে। প্রতিদিন অফিসে যেতে নাক চেপে চলতে হয়। অথচ এত বড় বাজারে একটি ডাস্টবিনও নেই।’

বাজারে আসা ক্রেতা হামিদ বলেন, ‘সবজি কিনতে এসে ময়লার পাশ দিয়ে হাঁটতে খুবই অস্বস্তি হচ্ছে। বাজারের পরিবেশ একেবারেই ভালো না।’

দোকানদার কাউছার আলম বলেন, ‘আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই ময়লা ফেলার। ব্যবসা শেষে পাশে ফেলে দিই। যদি কর্তৃপক্ষ নির্দিষ্ট একটি স্থান নির্ধারণ করে দিত, তাহলে সেখানে ফেলতাম।’

বাজার মালিক সমিতির উপদেষ্টা ব্যবসায়ী নুরুল হুদা বলেন, ‘আমরা বাজারের সার্বিক শৃঙ্খলা রক্ষার চেষ্টা করি। কিন্তু বাইরের দোকানিরা এসে যত্রতত্র ময়লা ফেলে চলে যায়, এতে সমস্যা হচ্ছে। প্রশাসনের নজর দেওয়া জরুরি।’

জানা গেছে, কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাতরী বাজারে অভিযান চালিয়ে রাস্তায় ময়লা ফেলা নিষিদ্ধ ঘোষণা করেন এবং কয়েকজন দোকানিকে জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলার ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘আমি বাজারে অভিযান চালিয়েছি। ইজারাদারদের বলেছি খাস জমি নির্ধারণ করে জানাতে, যাতে বর্জ্য ফেলার একটি স্থান নির্ধারণ করা যায়। কিন্তু এখনো তারা কিছু জানায়নি।’

আফরোজা

×