ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

দোহার বিএনপিতে একসাথে ৭ কমিটি বিলুপ্ত ঘোষণা

বিপ্লব ঘোষ, দোহার-নবাবগঞ্জ, ঢাকা

প্রকাশিত: ২০:৪০, ৭ জুলাই ২০২৫; আপডেট: ২০:৪২, ৭ জুলাই ২০২৫

দোহার বিএনপিতে একসাথে ৭ কমিটি বিলুপ্ত ঘোষণা

ছবি: জনকণ্ঠ

ঢাকার দোহার উপজেলার ৭টি ইউনিয়ন বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোহার উপজেলা শাখার সাংগঠনিক প্যাডে এ ঘোষণাপত্র সাংবাদিকদের কাছে তুলে দেয়া হয়। দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ স্বাক্ষরিত প্যাডে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দোহার উপজেলার মুকসুদপুর, নারিশা, সুতারপাড়া, বিলাশপুর, মাহমুদপুর, রাইপাড়া ও কুসুমহাটি ইউনিয়ন বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অনতি বিলম্বে ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের সত্যতা নিশ্চিত করে জনকণ্ঠকে বলেন, ঢাকা জেলা বিএনপি নেতৃবৃন্দের নির্দেশনায় এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটি গুলো মেয়াদ উত্তীর্ণ ছিল। এর মাধ্যমে দলের গণতান্ত্রিক ধারা বজায় থাকবে।

শহীদ

×