
জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকসহ বিএনপি নেতাকর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যড়যন্ত্রমূলক মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার ৭ জুলাই সন্ধ্যায় উপজেলার পিংনা ইউনিয়ন পিংনা মোড় তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কে এ প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, পিংনা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, ছাত্রদলের সভাপতি তমাল হোসেন, সাধারণ সম্পাদক রবিউল তালুকদার।
আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা আব্দুল মোতালেব দুদু, যুবদল নেতা মোঃ জুলফিকার আলী সম্রাট হাসান, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, যুবদল নেতা মোঃ নোমান, শ্রমিক নেতা মোঃ জুলহাস, কলেজ ছাত্রদলের নেতা মোহাম্মদ স্বাধীন মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আধার আলো সংবাদ, ফেসবুক আইডি-তে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া ও যুবদল নেতা সাকাওয়াত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন যড়যন্ত্রমূলক মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
রাজু