ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ভোলার তজুমদ্দিনে এবার এক সন্তানের জননীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে মামলা

নিজস্ব সংবাদদাতা, ভোলা।।

প্রকাশিত: ১৯:০৯, ৭ জুলাই ২০২৫; আপডেট: ১৯:১০, ৭ জুলাই ২০২৫

ভোলার তজুমদ্দিনে এবার এক সন্তানের জননীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে মামলা

এক সপ্তাহের ব্যবধানে ভোলার তজুমদ্দিন উপজেলায় এবার এক সন্তানের জননীকে (২৬) ধর্ষণের পাশাপাশি মুঠোফোনে ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছে। রবিবার রাতে ভুক্তভোগী সেই নারীর ভাই বাদী হয়ে তজুমদ্দিন থানায় ধর্ষণের অভিযোগে রাসেল ও গিয়াসউদ্দিন নামে দুই যুবককে আসামি করে একটি মামলা দায়ের করেন। সোমবার ওই নারীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

ভুক্তভোগী নারীর ভাই জানান, তার বোনের স্বামী গত রমজান মাসে মারা যায়। তাঁর তিন বছরের একটি সন্তান রয়েছে। তাকে নিয়ে বাপের বাড়িতে থাকেন। ধর্ষণের শিকার ওই নারী অভিযোগ করে জানান, গত ১০ জুন উপজেলার চাঁচড়া ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডে ছেলেকে নিয়ে তার বাবার বাড়ি ছিলেন। তখন বাবা-মা বাড়িতে ছিল না। রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে সে বাড়ির পেছনের টয়লেটে যান। টয়লেট থেকে বের হওয়ার সময় সেখান গিয়াসউদ্দিন তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক নির্যাতন (ধর্ষণ) করে।

এ সময় তার সহযোগী রাসেল মুঠোফোনে ভিডিও ধারণ করে। পরে রাসেলও নির্যাতন করার চেষ্টা করলে সে ঝাঁপটা মেরে ঘরে চলে যায়। মান-সম্মানের ভয়ে এত দিন তিনি কিছু বলেননি। কিন্তু রাস্তায় বের হলে রাসেল ও গিয়াসউদ্দিন আমাকে অঙ্গভঙ্গিতে উত্ত্যক্ত করে। তাদের কথা না শুনলে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে নানা হুমকি দেন।

তাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। তার ভাইকে গাঁজা দিয়ে ধরিয়ে দেবে বলেও হুমকি দেয়। অবশেষে নিরুপায় হয়ে ভুক্তভোগী ওই নারীর ভাই বাদী হয়ে রবিবার রাতে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় স্থানীয় চাঁচড়ার রাসেল ও গিয়াসউদ্দিনকে আসামি করা হয়। তবে কোনো আসামি গ্রেফতার না হওয়ায় তারা আতঙ্কে আছে বলে জানান ভুক্তভোগী নারীর ভাই, মামলার বাদী। তারা অতীতে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের হয়ে লুটপাট করে।

অভিযুক্তরা স্থানীয় আওয়ামী লীগের কর্মী হলেও বর্তমানে তারা নিজেদের বিএনপি ও যুবদলের কর্মী বলে দাবি করেছেন। তারা স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব অপকর্ম করছে বলে অভিযোগ রয়েছে। এদিকে ধর্ষণের শিকার ভুক্তভোগী গৃহবধূর মেডিকেল পরীক্ষার জন্য সোমবার দুপুরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েবুর রহমান, তার ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। এদিকে মুঠোফোনে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযুক্ত দুই জন রাসেল ও গিয়াসউদ্দিন নিজেদের নির্দোষ দাবি করেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত খান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে গত শনিবার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুরে স্বামীকে রাতভর নির্যাতনের পর দিন স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তজুমদ্দিন থানায় মামলা হয়। মামলায় শ্রমিক দল, যুবদল ও কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীসহ সাতজনকে আসামি করা হয়। সেই মামলায় ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

আফরোজা

×