ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

মীরসরাইয়ে লরির ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম 

প্রকাশিত: ১৯:০৮, ৭ জুলাই ২০২৫

মীরসরাইয়ে লরির ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় চলন্ত লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে আলিফা আকতার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কলেজ রোডের মুখে চট্টগ্রামমুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা হাইতকান্দি ইউনিয়নের জহির উদ্দিনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যাত্রী ওঠানামা করানোর জন্য দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয় ঢাকা থেকে আসা একটি লরি। এতে অটোরিকশায় থাকা শিশুটি মায়ের কোলে থেকে ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম বলেন, “প্রতিদিন এই জায়গায় মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজিগুলো দাঁড়িয়ে যাত্রী তোলে। আজও হঠাৎ একটি অটোরিকশা ব্রেক কষে দাঁড়ায়। তখনই পেছন থেকে আসা লরি ধাক্কা দেয়।”

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. বোরহান উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছি। লরি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

 

রাজু

×