
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার “আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্যাপস্ ইন ক্যান্সার অ্যাডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ অ্যান্ড ফাইন্ডিং প্রসপেকটিভ সলিউশনস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি ইউনেস্কো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে পাবিপ্রবি’র ছাত্র উপদেষ্টা দপ্তরের উদ্যোগে দুপুরে কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
কীনোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোাগী অধ্যাপক এবং ক্যান্সার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ পরিচালক ড. মুস্তাক ইবনে আইয়ুব। স্পিকার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও অধ্যাপক ড. এসএম মাহবুবুর রশিদ। সভাপতিত্ব করেন ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল প্রথমেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনা করেন। তিনি বলেন “একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির সাথে তার পরিবারকেও অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়। আমাদের সচেতনতা বাড়াতে হবে। খাবারের কারণে বিভিন্ন রোগ হয়ে থাকে। আমাদের পূর্বপুরুষরা ভেজালমুক্ত খাবার খেতেন, সেজন্য তাদের রোগও কম ছিল। কিন্তু বর্তমানে মানুষের ভেজাল খাবারের কারণে রোগও বেশি হচ্ছে। সচেতনতা অবলম্বন করে রোগ প্রতিরোধ করতে হবে।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন “রোগকে প্রতিরোধ করা এবং আমাদের সকলের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। দৈনন্দিন লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে। ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, অ্যান্সার হলো সচেতনতা বাড়াতে হবে।”
কীনোট স্পিকার ড. মুস্তাক ইবনে আইয়ুব বলেন “পৃথিবীতে ২ কোটি মানুষ প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে এবং এর মধ্যে ১ কোটি মানুষ মারা যায়। আরলি রোগ নির্ণয় করতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে হবে। অনেক অসুখের মতো ক্যান্সারকেও একটি অসুখ হিসেবে বিবেচনা করতে হবে। এ রোগ ব্যক্তি, পরিবার ও সমাজের উপর প্রভাব ফেলে। তাই এই রোগের ব্যবস্থাপনার ধরন আগে জানতে হবে।
শিশুদের ৯০ শতাংশ ক্যান্সার নিরাময়যোগ্য। একজন ব্যক্তি প্রতিদিন টানা ৪০ মিনিট হাঁটলে ক্যান্সারসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কমচারিরা উপস্থিত ছিলেন।
আঁখি