
ছবি: জনকণ্ঠ
মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলোতে দেখা দিয়েছে ওষুধ সংকট। গেল ৬ মাস ধরে সদরের কমিউনিটি ক্লিনিকগুলোতে সরবরাহ করা হয়নি কোন ওষুধ। ফলে ব্যাহত হচ্ছে গ্রামীণ স্বাস্থ্য সেবা। প্রতিনিয়ত চিকিৎসা নিতে এসে ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছে রোগীরা। আর ওষুধের অভাবে কমিউনিটি ক্লিনিক বিমুখ হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠী। বিশেষত সর্দি-কাশি, জ্বর অন্যান্য সাধারণ রোগের জন্য যে ওষুধ প্রয়োজন তাও পাওয়া যাচ্ছে না ক্লিনিকগুলোতে।
গেল বছর ডিসেম্বরে সর্বশেষ ওষুধের বরাদ্দ পেলেও অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে তা শেষ হয়ে গেছে দুই মাসের মধ্যেই। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা না পেয়ে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এতে বাড়ছে রোগীদের দুর্ভোগ। আর্থিক অসচ্ছলতায় চিকিৎসা না নিয়ে রোগে ভুগছেন অনেকেই। ফলে কমিউনিটি ক্লিনিকগুলোতে অতি সত্তর ওষুধ সরবারাহের দাবি এলাকাবাসীর।
সরেজমিনে সদর উপজেলার শ্রামপুর ইউনিয়নের বেলতলাপড়া কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায় সর্দি-কাশি, জ্বর নিয়ে অনেক রোগী এসেছেন ওষুধ নিতে। কিন্তু এসব রোগের ওষুধ না থাকায় তারা ফিরে যাচ্ছেন খালি হাতে। ঐ গ্রামের শেফালি খাতুন জানান এর আগে এখানে সব রকমের ওষুধ পাওয়া যেত। বিগত কয়েক মাস থেকে ওষুধ পাওয়া যাচ্ছেনা। এতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। একই উপজেলার আলমপুর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা ষাট বছর বয়সী রফিকুল ইসলাম জানান আগে নিয়মিত ওষুধ পেতাম, এখন এসে ঘুরে যেতে হচ্ছে ,বাজার থেকে ওষুধ কিনতে হিমশিম খেতে হচ্ছে।
আলমপুর কমিউনিটি ক্লিনিক এর স্বাস্থ্য কর্মী নুরুন্নাহার জানান কমিউনিটি ক্লিনিকগুলোতে ২৭ রকমের ওষুধ বরাদ্দ থাকলেও বর্তমানে রয়েছে শুধুমাত্র গ্যাসের ও ভিটামিন জাতীয় ট্যাবলেটগুলো। ওষুধ না থাকায় অনেকেই সেবা নিতে কমিউনিটি ক্লিনিকে আসছেন না।মেহেরপুর সদর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আন্জুমান আরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য মেহেরপুর সদর উপজেলায় ২৬টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ওষুধ সংকটের বিষয়টি ঊর্ধ্বতন মহল এর নজরে দেওয়া হয়েছে। খুব দ্রূত সময়ে মেহেরপুরের কমিউনিটি ক্লিনিক গুলোতে ওষুধ সরবারাহের ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবির