ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণে বাধা, শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮, ৩ জুলাই ২০২৫

ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণে বাধা, শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

ছবি: দৈনিক জনকণ্ঠ।

জয়পুরহাটের মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদলের মানববন্ধন ও শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল চারটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ হোসেন ও দুগাছি ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি সোহান কবির।

মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে তারা শিক্ষা উপকরণ বিতরণ করছিলেন, সে সময় ওই কলেজের শিক্ষক মুস্তাফিজুর রহমান তাদেরকে ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেন। তারই প্রতিবাদে তারা এই মানববন্ধন করছেন বলেও জানান তারা।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন। এর আগে, দুপুরে তারা ওই শিক্ষকের শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিলও করে।

মিরাজ খান

×