ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, তদন্ত কমিটি গঠন

সাগর হোসেন, কুষ্টিয়া

প্রকাশিত: ১০:২০, ২ জুলাই ২০২৫

জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, তদন্ত কমিটি গঠন

‘জুলাই বিপ্লব’ নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক মন্তব্য করায় কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশের এক সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল ফারজুল ইসলাম রনিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক অবরোধ করে অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা জানান, কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলাম রনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে 'জুলাই বিপ্লব' নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি জানাজানি হলে ছাত্র সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন,পুলিশের একজন সদস্য হয়ে তিনি জাতির গর্ব ‘জুলাই বিপ্লব’ নিয়ে যেভাবে অবমাননাকর পোস্ট করেছেন, তা মেনে নেওয়া যায় না। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন,ফারজুল ইসলাম রনি ‘জুলাই বিপ্লব’ নিয়ে কটূক্তি করেছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, মুখ্য সংগঠক এম ডি বেলাল হোসেন বাঁধন, নয়ন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুলতান মারুফ তালহা, শতাধিক নেতাকর্ম।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন,অভিযোগের পরিপ্রেক্ষিতে কনস্টেবল ফারজুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে ছুটিতে ছিলেন, সেই ছুটি বাতিল করা হয়েছে। ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রমাণসাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী বলেন,আমরা ইতোমধ্যেই অভিযোগ পেয়েছি এবং প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছি। জানা গেছে, অভিযুক্ত ফারজুল ইসলাম রনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত রয়েছেন।

আঁখি

×