
বৈষম্যবিরোধী একাধিক মামলার পলাতক আসামি হিসেবে অভিযুক্ত শিল্পপতি জাকারিয়া চৌধুরী (৪৫) কে হবিগঞ্জ শহর থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে শহরের বেবিস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারের পর জাকারিয়াকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা। তিনি জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল্লাহ চৌধুরীর ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন শাহীন রাত সাড়ে ৯টার দিকে জানান, ঢাকার মিরপুর, রামপুরা, সিলেট এবং পল্টন থানায় বৈষম্যবিরোধী পৃথক চারটি মামলা রয়েছে জাকারিয়ার বিরুদ্ধে। এসব মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
তিনি আরও জানান, হবিগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে জাকারিয়াকে গ্রেফতার করেন। এছাড়াও, অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি শাহীন।
বর্তমানে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
মিমিয়া