
ছবি: সংগৃহীত।
বিএনপি নেতা এস এম বাবু মিয়া (ঝাড়ি বাবু) পরলোক গমন করেছেন।
গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বাবু মিয়া নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান।
বাবু মিয়া সারাংপুর (কলেজপাড়া) গ্রামের মৃত মতিউর রহমান মিয়ার বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও নাবালিকা ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান জানান, “বাবু মিয়া একজন কর্মীবান্ধব মানুষ ছিল। তিনি পরোপকারীও ছিলেন। আমি বাবু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের শান্তি কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।”
মিরাজ খান