
অবশেষে শেষ রক্ষা হল না। উপজেলার সান্তাহার পৌরসভা যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাংচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সংক্রান্ত মামলার ৯ মাস পর পুলিশ গ্রেপ্তার করলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি; সান্তাহার পৌরসভার ৮ নং ওযার্ডের ৩ বারের কাউন্সিলর মোঃ জার্জিস আলম রতনকে।
জানা গেছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলদের ওই ঘটনার মামলার প্রাথমিক আরজিতে আসামি করা হয়। পরে পৌর পরিষদ চালানো বেকায়দায় পড়ে যাবার আশংকায় স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃত্ব ওইসব কাউন্সিল ও আওয়ামী লীগ নেতাদের মামলায় আসামি না করার সিদ্ধান্ত নেয়। পরে মামলায় ১২৫ জন নামীয় এবং আড়াই শতাধিক জনকে অজ্ঞাত আসামি করে ২৫ আগস্ট নাশকতার মামলা করা হয়। সেই মামলায় শুক্রবার রাত ৮টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। এঘটনায় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ফের গ্রেপ্তার আতংক দেখা দিয়েছে।
রাজু