ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ধামরাইয়ে অপহরণকারীদের আটক করে গণধোলাই দিল জনতা

নিজস্ব সংবাদদাতা, ধামরাই, ঢাকা

প্রকাশিত: ২১:৩৯, ৯ মে ২০২৫

ধামরাইয়ে অপহরণকারীদের আটক করে গণধোলাই দিল জনতা

ছবি: জনকণ্ঠ

ঢাকার ধামরাইয়ে ৪ অপহরণকারীকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় অপহরণের শিকার আহত দুই যাত্রী কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

শুক্রবার (০৯ মে) ১১টার দিকে উপজেলার চাউনা এলাকায় এ ঘটনা ঘটে।


অপহরণের শিকার আহত যাত্রীরা হলেন, বগুড়া জেলার ধুলট থানার কাশিয়াহাটা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও বগুড়া জেলার ধুলট থানার পিরহাটি এলাকার গোলাম হোসেনের ছেলে মোঃ টুটুল মিয়া (৩০)।


অপহরণকারীরা হলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার দেওকা তারাগঞ্জের দুলাল মিয়া'র ছেলে মোঃ জয়নাল (৩৮), ঢাকা জেলার সাভার পৌর সভার পিতা- মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মোশারফ হোসেন (৪২), গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার হরিচন্ডি এলাকার আব্দুল আলীমের ছেলে মেহেদী হাসান (২৭) ও ঢাকা জেলার সাভার উপজেলার বেগুমবাড়ী আমিন বাজার এলাকার নজরুল দেওয়ানের ছেলে আব্দুল আজিজ (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এ অপেক্ষারত থাকায় একটি প্রাইভেট কার তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কোথায় যাবেন। তারা বগুড়া যাবে জানালে ভাড়া নির্ধারণ করে তাদেরকে প্রাইভেট কারে উঠায়। প্রাইভেট কারে ড্রাইভার সহ ০৪ জন লোক ছিল। ভিকটিমদের গাড়িতে উঠিয়ে জিরানী পর্যন্ত গিয়ে যাত্রীবেশে থাকা লোকজন ভিকটিমদের হাত, চোখ ও মুখ বেঁধে ফেলে। তাদের সাথে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে নেয়। তাদেরকে বাড়ি থেকে মুক্তিপণের জন্য বিকাশের মাধ্যমে আরো টাকা আনার জন্য চাপ প্রয়োগ করে বিভিন্ন এলাকায় ঘুরাতে থাকে। এক পর্যায়ে ধামরাইয়ের চাওনা গ্রামে পৌঁছালে ভিকটিমদের গাড়িতে থেকে নামিয়ে দেয়। ভিকটিমগণ গাড়ি থেকে নেমে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন গাড়িতে থাকা অপহরণকারীদের  ধাওয়া দেয়। এসময় অপহরণকারী দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী অপহরণকারীদের গাড়িসহ আটক করে গণপিটুনি দেয়।

এবিষইয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন,ঘটনাস্থল থেকে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়েছে, ভিকটিম ও আহত অপহরণকারীদের চিকিৎসা দেয়া হয়েছে। আগামী কাল অপহরণকারীদের আদালতে পাঠানো হবে।

রবিউল

×