ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দিনাজপুরে দুটি রাবার ড্যাম উপকারে আসছে না

আড়াই হাজার হেক্টর জমিতে চাষ ব্যাহত

সাজেদুর রহমান শিলু, দিনাজপুর

প্রকাশিত: ২০:৪৩, ৭ মার্চ ২০২৫

আড়াই হাজার হেক্টর জমিতে চাষ ব্যাহত

সদর উপজেলায় সাঁইতাড়া নদীতে নির্মিত রাবার ড্যাম

শুষ্ক মৌসুমে সেচ দেওয়ার জন্য দিনাজপুর সদর উপজেলায় আত্রাই ও সাঁইতাড়া নদীতে নির্মিত দুটি রাবার ড্যাম বর্তমানে কোনো কাজে আসছে না। নদীতে পানি না থাকায় প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে বোরো চাষ ব্যাহত হচ্ছে। ফলে গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে সেচ দিতে গিয়ে, অনেক বেশি খরচ পড়ছে। এতে কৃষকেরা বিপাকে পড়েছেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০০১ সালে কাঁকড়া নদীতে ৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১৩০ ফুট দীর্ঘ সাঁইতাড়া রাবার ড্যাম নির্মাণ করা হয়। ২০১৩ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে আত্রাই-কাঁকড়ার মোহনার কাছাকাছি ১৩৫ মিটার দীর্ঘ মোহনপুর রাবার ড্যামটি নির্মাণ করা হয়। এই ড্যামটি ৪৪ কিলোমিটার এলাকায় পানি মজুত রাখার ক্ষমতাসম্পন্ন। আত্রাই নদীরই একটি শাখা নদী হচ্ছে কাঁকড়া নদী। সম্প্রতি দুটি নদীরই খননকাজ করা হয়েছে। আত্রাই নদীর মোহনপুর এলাকায় করা হয়েছে মোহনপুর রাবার ড্যাম এবং কাঁকড়া নদীর সাঁইতারা এলাকায় আছে সাঁইতারা রাবার ড্যাম। উদ্দেশ্য ছিল শুষ্ক মৌসুমে দুটি রাবার ড্যামে পানি আটকে রেখে কৃষককে সেচ সুবিধা দেওয়া। কিন্তু মোহনপুর রাবার ড্যামের দুটি ব্যাগ ছিদ্র হওয়ায় এবার পানি ধরে রাখা সম্ভব হয়নি। কাঁকড়া নদী পুরোপুরি খননকাজ হয়নি। ফলে ওই নদীতে থাকা সাঁইতারা রাবার ড্যামটি চালু করা হয়নি। যার কারণে চলতি বোরো মৌসুমে দুটি রাবার ড্যামই কাজে আসছে না কৃষকের।
মোহনপুর রাবার ড্যামের অপারেটর মহসীন আলী বলেন, ‘২০২২ সালে মোহনপুর রাবার ড্যাম একবার ফুটো হয়েছিল। তখন ঠিক করা হয়েছে। এ বছর আবারও তিনটি ব্যাগের মধ্যে দুটো ফুটো হয়েছে। স্থানীয়ভাবে চেষ্টা করেও কোনো লাভ হয় নাই। নতুন রাবার ব্যাগ লাগাতে হবে।’ কাঁকড়া নদীর খনন বিষয়ে বিআইডব্লিউটি-এর তৎকালীন প্রকৌশলী তাজমুল ইসলাম বলেন, ‘২০২১-২২ অর্থবছরে প্রায় একই সময়ে আত্রাই ও কাঁকড়া নদীর খননকাজ শুরু হয়। তবে বালুমহাল ও কয়েকটি সেতু থাকায় এবং স্থানীয় কিছু প্রতিবন্ধকতা থাকায়, কাঁকড়া নদীর খননকাজ শেষ করা যায়নি। তারপরও খনন কাজ শেষ করতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি।’
চিরিরবন্দর উপজেলার সুকদেবপুর এলাকার কৃষক সলেমান আলী বলেন, রাবার ড্যাম দুটি চালু থাকলে, আশপাশের সব খাল ও জলাশয়ে পানি আসত। আমরা এলএলপিগুলো (লো লিফট পাম্প) থেকে স্বল্প খরচে পানি নিতে পারতাম। কিন্তু এবার ড্যাম দুটি অচল থাকায় সেচের খরচ দ্বিগুণ হয়েছে। চিরিরবন্দর ও সদর উপজেলা কৃষি কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, দুই উপজেলার প্রায় আড়াই হাজার হেক্টর জমি দুটি রাবার ড্যামে সেচ সুবিধার আওতায় রয়েছে। নদী থেকে পানি নিতে বিএডিসি (ক্ষুদ্র সেচ), বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নদীর উভয় পাশে ৫৩টি এলএলপি, ১৪টি শ্যালোচালিত সেচযন্ত্র ও ২১টি বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি উত্তোলনের ব্যবস্থা করেছে। কিন্তু নদীতে পানি না থাকায় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎচালিত ৪শ’ ৩৯টি গভীর নলকূপ এবং ২শ’ ৫৮টি ডিজেলচালিত গভীর নলকূপের মাধ্যমে সেচ কার্যক্রম চালাচ্ছেন কৃষকেরা। এতে কৃষকের সেচ খরচ বাড়ছে।
সোয়া দুই কোটি টাকার পাতকুয়ার সুফল পাচ্ছে না কৃষক

সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর থেকে জানান, শেরপুর জেলার নালিতাবাড়ী ও নকলা উপজেলায় প্রান্তিক কৃষকদের সেচ সুবিধার জন্য স্থাপন করা হয়েছিল সৌরচালিত ডাগওয়েল বা পাতকুয়া। প্রায় দুই কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা ২৩টি পাতকুয়ার কোনো সুফলই পাচ্ছেন না স্থানীয় কৃষক। এই পাতকুয়াগুলো এখন অকেজো হয়ে পড়ে আছে। ফলে অধিক টাকা ব্যয় করে বোরো ক্ষেতে সেচের পানি সংগ্রহ করতে হচ্ছে কৃষকদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়াত শেরপুর-২ এর সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকা শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় ২০১৬-১৭ ও ২০১৮-১৯ অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পে প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেন ২৩টি ডাগওয়েল বা পাতকুয়া। এর উদ্দেশ্য ছিল বিনা খরচে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সবজি ও বোরো ক্ষেতে সেচ দেওয়া। সৌরবিদ্যুৎ চালিত এসব পাতকুয়ার নির্মাণকাজ বাস্তবায়ন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ক্ষুদ্র সেচ প্রকল্প। আর কৃষি বিভাগ সেচকাজের মাধ্যমে ফসল উৎপাদনে সহায়তা করে আসছিল। কিন্তু এসব পাতকুয়ায় শুরুর দিকে কিছু দিন পানি উঠলেও বছর না যেতেই পানি ওঠা বন্ধ হয়ে যায়।
প্রতিটি পাতকুয়ার পানি সুবিধা পাওয়ার জন্য ৪১ সদস্যের কৃষক গ্রুপ করা হয়। গ্রুপের প্রত্যেক সদস্য মাসিক স্বল্প টাকা জমা করেন। যা দিয়ে কুয়ার সমস্যা দেখা দিলে মেরামত করা যায়। কিন্তু পাতকুয়ার পানিতে ৪০ জন তো দূরে থাক দুজন কৃষকের চাহিদাও মেটানো যাচ্ছে না। টাকা খরচ করে বিকল্প মাধ্যমে সেচের পানি দিয়ে আবাদ করতে হচ্ছে তাদের। মাঠে অবকাঠামো থাকলেও সৌরবিদ্যুৎ চালিত পাতকুয়া কেন অকেজো হয়ে আছে এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ।
চাষিদের অভিযোগ, কর্তৃপক্ষ সঠিকভাবে তদারকি না করায় এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করায় সরকারের বিপুল পরিমাণ টাকা গচ্চা যাচ্ছে। সেই সঙ্গে কৃষকেরাও বিনা খরচে সেচ সুবিধা পাচ্ছেন না।
নালিতাবাড়ী উপজেলার মানিককুড়া গ্রামের কৃষক নবী হোসেন বলেন, ‘এই পাতকুয়া দিয়ে আমাদের দুই কৃষকের জমিতেই পুরোপুরি পানি দেওয়া সম্ভব হয় না। অন্যদের পানি কীভাবে দিব? এই পাতকুয়া পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এখন পাতকুয়া থেকে ঠিকমতো পানি বের হয় না। তাই কেউ সেচের জন্য আসেও না। ক্ষেতে পানি দিতে না পারলে তো আর মাসিক চাঁদাটা কেউ দিতে চায় না।’
একই উপজেলার রামচন্দ্রকুড়া এলাকার কৃষক হাবিবুল্লাহ, শহিদুল ইসলাম ও বুলবুল আহমেদ জানান, ওই পাতকুয়া দিয়ে এক বছর বেশ ভালোই পানি উঠছে। কিন্তু কিছুদিন থেকে এটা নষ্ট হয়ে গেছে। এখন তারা টাকা দিয়ে অন্য সেচপাম্প থেকে পানি নিয়ে চাষাবাদ করছেন। পাতকুয়ার খোঁজ নিতে কেউ আসে না। এতে বিপুল পরিমাণ টাকা লাভের পরিবর্তে লোকসানই হচ্ছে। তবে প্রকল্পটি চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয় চাষিদের।
নকলা উপজেলার রামপুর গ্রামর পাতকুয়া কৃষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, পাতকুয়ার মাধ্যমে এখানে ৪১ জনকে পানি দেওয়ার কথা ছিল। কিন্তু কুয়া থেকে পানি ঠিকমতো ওঠে না। ক্ষেতে পানি দেওয়া যায় না। তাই কেউ চাঁদাও দেয় না। যে উদ্দেশ্যে এটি করা হয়েছিল। তা পূরণ হয়নি। দেখাশোনা বা রক্ষণাবেক্ষণে কেউ না থাকায় এটি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (ক্ষুদ্র সেচ) শেরপুরের সহকারী প্রকৌশলী শামিমা নাসরিন কণা বলেন, ‘পাতকুয়া সম্পর্কে আমি এখন পর্যন্ত কিছু জানি না। ওই সময় যারা কর্মরত ছিলেন তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে এ বিষয়ে বলতে পারব।’

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার