
ছবি: সংগৃহীত
ঢাকায় বসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উপদেষ্টা মাহফুজের সাথে কথা বলেন ভারতীয় সাংবাদিক অর্ক দেব। অর্কের করা বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন উপদেষ্টা মাহফুজ।
আগস্ট থেকে ডিসেম্বর, চার মাসে গণপিটুনিতে বাংলাদেশে মৃত্যু ঘটেছে ৯৬ জনের। এটা উঠে এসেছে বিবিসি-র প্রতিবেদনে। ৯৬ জন! বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহফুজ বলেন, আইন শৃঙ্খলায় আমাদের আশানুরূপ উন্নতি হয়নি। কারণ, পুলিশ সক্রিয় নয়। আর্মি লেথাল ওয়েপন ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারে না। সেনা দাঙ্গা দমন করতে পারে না। সেনা একটা এলাকার সবগুলো তথ্য জানে না। কারণ, সে ক্যান্টনমেন্টে ছিল। এটা পুলিশ জানে। পুলিশের নিজের সোর্স আছে। পুলিশের আরও অনেকগুলো হ্যান্ডস আছে। ওই স্থানীয় প্রশাসনের সঙ্গে তার কাজের একটা আলাদা ধরন আছে। ফলে এটা পুলিশের ব্যর্থতা। আমরা মনে করি, পুলিশ অর্গানটাকে আমরা পুনরায় সক্রিয় করতে পারছি না। আরও অনেকগুলো বাস্তবতা আছে। পুলিশের একটা বড় অংশই আওয়ামী লীগের কর্মী ছিল।
মায়মুনা