ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ-ভারত সীমান্তে রহস্যময় ৪টি বাঙ্কার আবিষ্কার।

প্রকাশিত: ১৮:৩৩, ২৬ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ-ভারত সীমান্তে রহস্যময় ৪টি বাঙ্কার আবিষ্কার।

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানা এলাকার মাজদিয়ায় চারটি বিশাল বাঙ্কার থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৬২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধারণা করা হচ্ছে, এসব ফেনসিডিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

বিএসএফ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর থেকে শনিবার (২৫ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মাজদিয়ার প্রায় দেড় কিলোমিটার এলাকায় বাঙ্কারগুলো শনাক্ত করা হয়। প্রথম বাঙ্কারটি পাওয়া যায় শুক্রবার দুপুর ২টায়। এরপর পর্যায়ক্রমে আরও দুটি বাঙ্কারের সন্ধান মেলে। শনিবার সকালে একটি আম বাগান থেকে চতুর্থ বাঙ্কারটি আবিষ্কার করা হয়।

বিএসএফ জানায়, পাচারের উদ্দেশ্য ছাড়াও বাঙ্কারগুলো অন্য কোনো অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল কিনা, তা নিয়ে তদন্ত চলছে।

মাত্র দেড় কিলোমিটার এলাকার মধ্যেই এত বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হলে, পুরো পশ্চিমবঙ্গ সীমান্তজুড়ে এ ধরনের পাচারের প্রকৃত চিত্র যে আরো ভয়াবহ এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম।

সুত্রঃ https://youtu.be/VgNJMZYgPJA?si=L4MktPvP0SrYYmJK

আসিফ

×