ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

ডায়াবেটিকস নিয়ন্ত্রণে স্বাস্থ্য ব্যায়ের কয়েক হাজার কোটি টাকা সাশ্রয়

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২৩:১০, ১৪ নভেম্বর ২০২৪

ডায়াবেটিকস নিয়ন্ত্রণে স্বাস্থ্য ব্যায়ের কয়েক হাজার কোটি টাকা সাশ্রয়

বিশ্ব ডায়াবেটিকস দিবস পালিত

বাগেরহাটে র‌্যালী, আলোচনা সভা, রক্তদান, দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ইত্যাদি নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিশ্ব ডায়াবেটিকস দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে দুপুরে বাগেরহাট ডায়াবেটিকস সমিতির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে বাগেরহাট ডায়াবেটিকস হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট ডায়াবেটিকস সমিতির অন্যতম প্রতিষ্টাতা ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।


বাগেরহাট ডায়াবেটিকস সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ডা: আব্দুল মান্নান, ডা: আয়শা সিদ্দিকা তুবা, আজীবন সদস্য অধ্যাপক মোজাফ্ফর হোসেন, আলহাজ্জ্ব হাবিবুর রহমান,  নিয়াজ হোসেন শৈবাল, সরদার নাসির উদ্দির লোনি, মো: মোস্তফা প্রমুখ। অর্থ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন মজনুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিতুল ইসলাম।  


বক্তারা বলেন, দেশে দুই তৃতীয়াংশ মানুষ কোন না কোন ভাবে ডায়াবেটিকসে আক্রান্ত। ডায়াবেটিকস সব রোগের উপকরণ। তাই ডায়াবেটিকস নিয়ন্ত্রনে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরী। ডায়াবেটিকস নিয়ন্ত্রনের মাধ্যমে স্বাস্থ্য ব্যায়ের কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব। ডায়াবেটিকস নিয়ন্ত্রনে নিয়ম মেনে জীবন যাপন করলে, সুস্থ দীর্ঘ জীবন লাভ করা যায়। এক পরিসংখ্যানে দেখা গেছে, ডায়াবেটিকস নিয়ন্ত্রনে আমাদের দেশে মায়েরা বেশী সচেতন।’    


বক্তারা আরও বলেন, সচেতনতায় ডায়াবেটিস রোগ জয় করা সম্ভব। যেকোনো বয়সেই ডায়াবেটিস হতে পারে, তাই বলে ভয় পাবার কিছু নেই। পরিমিত খাবার, শারীরিক পরিশ্রম ও ওষুধের মাধ্যমে ডায়াবেটিসকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। তবে সবার আগে রোগটি শনাক্ত করা প্রয়োজন, কারণ ডায়াবেটিসে আক্রান্ত অনেকেই জানেন না, যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। আবার অনেকে প্রি-ডায়াবেটিকস বা বর্ডার লাইন ডায়াবেটিকস পর্যায়ে থেকেও বুঝতে পারেন না যে, তিনি কিছুদিন পরে ডায়াবেটিসে আক্রান্ত হতে যাচ্ছেন।

এই সময় যদি সঠিক চিকিৎসার মাধ্যমে শর্করার মাত্রা স্বাভাবিক মাত্রায় নিয়ে আসা না যায়, তাহলে আগামী দিনে আপনি টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত হতে পারেন। তাই সঠিক সময় ডায়াবেটিক শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে ডায়াবেটিসসহ হৃদরোগ, স্ট্রোক এমনকি কিডনি রোগে আক্রান্ত হবার আশঙ্কা বেড়ে যায়। চোখের দৃষ্টি কমে আসে। তাই নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। দীর্ঘজীবী হন।

শহিদ

×