ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

মেধাবী ছাত্র ত্বকী হত্যার বিচারের দাবিতে আলোক প্রজ্বলন কর্মসূচী পালন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪২, ৮ নভেম্বর ২০২৪; আপডেট: ২৩:১৯, ৮ নভেম্বর ২০২৪

মেধাবী ছাত্র ত্বকী হত্যার বিচারের দাবিতে আলোক প্রজ্বলন কর্মসূচী পালন

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪০ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার রাতে শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা এ সময় ত্বকী হত্যার সকল আসামীদের গ্রেপ্তার করে বিচার শুরু করার দাবি জানান।

সংগঠনের সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রথীন চক্রবর্তী, মন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি সাংবাদিক হালিম আজাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয় তরিকুল সুজন, সামাজিক সংগঠন সমমনার সভাপতি সালাহউদ্দিন আহমেদ, উপদেষ্টা দুলাল সাহা, সিপিবি শহর কমিটির সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী বিকু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা নেত্রী রাশিদা বেগম প্রমুখ।
নিহত ত্বকীর রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনা তার ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য দেশের বিভিন্ন সংস্থা এবং তার দলীয় মাফিয়াদের দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে গিয়েছিলেন। বিগত ১৫ বছর নির্বিচারে হত্যা, গুম, প্রতিপক্ষকে আয়নাঘরে পাঠিয়ে দেওয়া; নৃশংস যেসব ঘটনা ঘটেছে তার সকল দায় শেখ হাসিনার। ত্বকী হত্যার সাথে জড়িত ওসমান পরিবারকে শেখ হাসিনা আশ্রয়-প্রশ্রয় দিয়ে টিকিয়ে রেখেছিল বলেও অভিযোগ করেন তিনি।

রাব্বি আরো বলেন, ত্বকী হত্যার বিষয়ে সমস্তকিছু জানার পরও অপরাধীদের বিষয়ে কোনো ব্যবস্থা শেখ হাসিনা গ্রহণ করেননি। নারায়ণগঞ্জে ওসমান পরিবার হত্যা, গুম, চাঁদাবাজি, রাহাজানি করেছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তাদের সকল অপকর্মের বিরুদ্ধে দীর্ঘদিন আমরা বলেছি।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। এর দুইদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায় আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

রাজু

×