ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

কৃষকদের জমি লিজ দেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া,পটুয়াখালী

প্রকাশিত: ১৩:৫৪, ৫ নভেম্বর ২০২৪

কৃষকদের জমি লিজ দেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ

পায়রা বন্দরের অধিগ্রহণ করা অব্যবহৃত কৃষি জমি ক্ষতিগ্রস্ত পরিবারকে চাষাবাদের জন্য লিজ দেওয়ার  দাবিতে শত শত কৃষক মানববন্ধন সমাবেশ করেছে।  মঙ্গলবার বেলা ১১ টায় লালুয়ার বানাতি বাজারে এ মানববন্ধন করা হয়েছে।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস, সংগঠক মজিবর রহমান প্যাদা, সজল বিশ্বাস, মো. ইব্রাহীম,নাইমুল ইসলাম, কৃষক আব্দুস সোবাহান,জসিম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, 'লালুয়ায় অধিগ্রহণ করা অব্যবহৃত কৃষি জমি আমরা দেশের উন্নয়ন কাজে দিয়েছি। এখন পর্যন্ত অনেকে ক্ষতিপুরন পাইনি। এখন চাষাবাদ করার জন্য প্রায় দুই হাজার একর লিজ দেওয়া হচ্ছে।  

বাইরের কাউকে লিজ দেওয়া যাবে না। আমরা মানবিক কারণে লিজ নিয়ে চাষাবাদ করার দাবি জানাই। পায়রা বন্দরের উন্নয়ন কাজে জমি দরকার হলে তখন ছেড়ে দেওয়া হবে।' কৃষকরা তাদের বাদ দিয়ে বাইরের কাউকে লিজ দেওয়া হলে তা যে কোন মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন। মানববন্ধনে লালুয়ার শত শত কৃষকসহ সাধারণ মানুষ অংশ নেন। 

রিয়াদ

×