ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ছাত্রদের সঙ্গে মত বিনিময় করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক 

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১১:১৭, ১০ আগস্ট ২০২৪

ছাত্রদের সঙ্গে মত বিনিময় করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক 

মত বিনিময় সভা। ছবি: জনকণ্ঠ

চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক মত বিনিময় সভার আয়োজন করেন চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার( ৮ আগস্ট) জেলা প্রশাসক সমন্বয়কগণের বিভিন্ন দাবি দাওয়ার কথা তাদের কাছে থেকে শোনেন এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সমন্বয়করা বলেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কাছে  অন্তর্বর্তী সরকার চাই আমরা। সেইসঙ্গে সরকারে দু’জন ছাত্রপ্রতিনিধিও যেনো থাকে। তাদের মতে, ড. ইউনূসের নেতৃত্বে আগে একটি বৈষম্যবিরোধী সমাজ তৈরি হোক । তারপর গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ ফিরে আসলে, দেশে সুষ্ঠু ব্যবস্থাপনা ফিরে আসলে তারা তাদের নিজেদের অবস্থান বদলাবেন। 

এর আগে নয়। স্বৈরাচারী আচরণ, অনিয়ম ও দুর্নীতিতে ফিরে গেলে তারা প্রতিহত করবেন। মূলত তারা চান একটি বৈষম্যহীন ও ন্যায়ভত্তিক রাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্রদের প্রতিনিধি রাখারও দাবি তাদের। 

শিক্ষার্থীরা বলেন, সিস্টেম না বদলানো পর্যন্ত আন্দোলনে থাকবেন। সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ পুলিশ ও প্রশাসন চাই। এখন যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলা করছেন তাদের নোট রাখা হচ্ছে। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দেওয়া হবে। যার জন্য তারা জেলা প্রশাসকের সাহায্য চান।

কেমন বাংলাদেশ চান সমন্বয়ক পুষ্পিতা নাথ বলেন, স্বাধীন বাংলাদেশে একটি মুক্ত বিচারবিভাগ চাই, যেখানে সকল অপরাধীর বিচার হবে। আমাদের ভাইদের হত্যা করেছে, আমাদের আহত করেছে, তাদের বিচার চাই।’দোষী পুলিশ সদস্যদের বিচার চাই।

চবির সমন্বয়ক মিজানুর রহমান বলেন, এই আন্দোলনে ছাত্র-জনতা বাক স্বাধীনতা, নিরপেক্ষ সরকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। আমরা চাই এমন রাষ্ট্র গাঠন করতে , যেখানে দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্য থাকবে না। সেইসঙ্গে সরকারে অবশ্যই সমন্বয়কদের প্রতিনিধি থাকুক।

সমন্বয়কদের আরও বিভিন্ন দাবির প্রেক্ষিতে, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল বাসার ফখরুজ্জামান বলেন,আমরা আনন্দিত আপনাদের কাজের উদ্যোম ও নিয়মতান্ত্রিক মনেভাব দেখে।আমরা আপনাদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দিচ্ছি।

এসআর

×