ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ট্রাক বিকল ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, কুমিল্লা

প্রকাশিত: ২২:৪৪, ১ আগস্ট ২০২৪

ট্রাক বিকল ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত বৃহস্পতিবার ভোর থেকে যানজটে দুর্ভোগ 

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া নামকস্থানে একটি মালবাহী ট্রাক মহাসড়কের উপরে বিকল হয়ে পড়লে মহাসড়কের মাধাইয়া থেকে দাউদকান্দির টোলপ্লাজা পর্যন্ত ৩০ কিলোমিটারের অধিক এলাকায় যানজট সৃষ্টি হয়। ভোর রাত ৪টা থেকে সৃষ্টি হওয়া যানজটটি বেলা পোনে ১১টা পর্যন্ত স্থায়ী হয়।

এ সময় মহাসড়কে কয়েক হাজার যাত্রীবাহী বাস, মাইক্রো, ট্রাক, কার্গো, প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহন অতি ধীর গতিতে চলাচল করার কারণে যাত্রীদের সীমাহীন কষ্ট পোহাতে হয়। দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মুঞ্জুরুল আলম বলেন, গত রাত ৪টার দিকে মহাসড়কের মাধাইয়া নামকস্থানে মালবাহী ট্রাকের চাকা বিকল হয়ে মহাসড়কের উপরে পড়ে যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ রেকারের সাহায্যে মালবাহী ট্রাকটি নিরাপদ স্থানে নিতে সকাল ৭টা বেজে যায়। দাউদকান্দি হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহীনুল ইসলাম বলেন, মহাসড়কের মাধাইয়া এলাকায় ভোর রাতে ট্রাক বিকলকে কেন্দ্র করে মহাসড়কের দাউদকান্দির এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের পৃথক প্রচেষ্টায় বেলা পৌনে ১১টার দিকে মহাসড়ক যানজটমুক্ত হয়।

×