ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

তালাবদ্ধ লাগেজ থেকে উদ্ধার হলো মরদেহ

প্রকাশিত: ১৭:১৮, ২৭ জানুয়ারি ২০২৪

তালাবদ্ধ লাগেজ থেকে উদ্ধার হলো মরদেহ

তালাবদ্ধ লাগেজ  

ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া তালাবদ্ধ লাগেজ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোর্শেদ আলম জানান, তালাবদ্ধ লাগেজ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও মরদেহটির নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তদন্ত চলছে।

এসপি আরও বলেন, সিসিটিভির ফুটেজে দেখা যায়, শনিবার ভোরে এক নারী পৌর বাস টার্মিনাল এলাকায় ওই লাগেজটি ফেলে যায়। তাকে গ্রেপ্তারে খুঁজছে পুলিশ।

পুলিশ জানায়, টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে বিদ্যুতের খুঁটির কাছে বড় ওই লাগেজটি পড়ে ছিল। সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনের নজরে আসে লাগেজটি। মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেন। কোতোয়ালি থানা পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাগেজটি খুললে ভেতরে একটি মরদেহ দেখতে পায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, লুঙ্গি ও সোয়েটার পরিহিত মরদেহটি জামা-কাপড় দিয়ে ঢেকে লাগেজবন্দি করা ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪৫। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

 

এস

সম্পর্কিত বিষয়:

×