ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বাড়তি ধান মজুত করায় রাইস মিলের জরিমানা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস

প্রকাশিত: ২১:৪৫, ২০ জানুয়ারি ২০২৪

বগুড়ায় বাড়তি ধান মজুত করায় রাইস মিলের জরিমানা

চালের বাজার সহনীয় রাখতে সদরের মাসিকচক এলাকায় মেঘনা গ্রুপের বগুড়া উৎপাদন ইউনিটে অভিযান

চালের বাজার সহনীয় রাখতে বগুড়ায় প্রশাসন যৌথ মনিটরিং অভিযান শুরু করেছে। জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে খাদ্য, ভোক্তা অধিদপ্তর ও কৃষি বিপণন বিভাগ এই অভিযানে অংশ নেয়। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মেঘনা গ্রুপের বগুড়া ইউনিটে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিমের নেতৃত্বে এই অভিযান চালান হয়। এ সময় সেখানে ধান-চালের মজুত যাচাই করা হয়। উপজেলা পর্যায়েও এই অভিযান শুরু হয়েছে।

বাজার মনিটরিং ব্যবস্থায় এই অভিযানে শিবগঞ্জ উপজেলায় অনুমোদিত ধারণক্ষমতার অতিরিক্ত ধান মজুত করায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অপর অভিযানে এক অটোরাইস মিলের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রাইস মিলের স্বত্বাধিকারীকে সর্তক করে দেওয়া হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, ভোক্তা অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, কৃষি বিপণন বিভাগের পরিদর্শক আবু তাহের ছিলেন এ সময় উপস্থিত ছিলেন।

×